বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পুরভোটের লড়াই > ৩ পুরনিগমে মেয়র হিসেবে উঠে আসছে অনেকের নাম, কারা পাবেন? চর্চা তুঙ্গে

৩ পুরনিগমে মেয়র হিসেবে উঠে আসছে অনেকের নাম, কারা পাবেন? চর্চা তুঙ্গে

৩ পুরনিগমে মেয়র প্রার্থী হিসেবে উঠে আসছে অনেকের নাম, কারা পাবেন ? চর্চা তুঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

বাকি ৩ পুরনিগম অর্থাৎ বিধাননগর, আসানসোল এবং চন্দননগরের মেয়র কাকে করা হবে তা নিয়ে এখনও স্পষ্ট করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটপর্ব মিটেছে ৪ পুরনিগমের। সবকটিতেই বিপুল ভোটে জিতেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার পুরবোর্ড গঠনের পালা। শিলিগুড়ি পুরনিগমের মেয়র যে গৌতম দেবকে করা হচ্ছে তা ফলাফল ঘোষণা হতেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাকি ৩ পুরনিগম অর্থাৎ বিধাননগর, আসানসোল এবং চন্দননগরের মেয়র কাকে করা হবে তা নিয়ে এখনও স্পষ্ট করেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।ফলে এই পুরনিগমগুলিতে কাকে মেয়র করা হবে তা নিয়েই চর্চা এখন তুঙ্গে।

আলোচনার শীর্ষে রয়েছে বিধাননগর পুরনিগম। এই পুরনিগমের মেয়র পদপ্রার্থী হিসেবে কৃষ্ণা চক্রবর্তী এবং সব্যসাচী দত্তের নাম উঠে আসছে। এর আগে বিধাননগর পুরনিগমের মেয়র ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। সব্যসাচী দত্তও মেয়রের দায়িত্ব সামলেছেন। শোনা যাচ্ছে ফল ঘোষণা হওয়ার পরেই দুজনেই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। ফলে এই দু'জনের মধ্যে কাকে মেয়র করা হবে তা এখন আলোচনার শীর্ষে রয়েছে।

এবার পড়ে থাকল চন্দননগর এবং আসানসোল পুরসভা। কলকাতা পুরসভার পর এই চারটি পুরনিগমকে যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। চন্দননগর এবং আসানসোল তারমধ্যে উল্ল্যেখযোগ্য। এই পুরনিগমগুলোতেও কাদের মেয়র করা হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। চন্দননগরে মেয়র পদপ্রার্থী হিসেবে তিনজনের নাম উঠে আসছে। এই তিনজন হলেন রাম চক্রবর্তী, পার্থসারথি দত্ত এবং অনিমেষ বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে রাম চক্রবর্তীকে চন্দননগরের মেয়র করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। 

আবার আসানসোল পুরনিগমের মেয়র পদপ্রার্থী হিসেবে রয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। ফলে আসানসোলের মেয়রের দায়িত্ব তার কাঁধে পড়ার সম্ভাবনা বেশি। যদিও এই পুরনিগমের মেয়র প্রার্থী হিসেবে আরও দুজনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন অমিতাভ বসু এবং তপন বন্দ্যোপাধ্যায়। তবে কাকে মেয়ের করা হবে সে বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতৃত্ব।

বন্ধ করুন