পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হিংসার খবর পাওয়া যাচ্ছে। কোথাও দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আবার কোথাও দলেরই অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। এবার পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। যার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সোমবার রাতে নদিয়ার হাঁসখালিতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দলের অন্দরের দ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে বিজেপি।
জানা গিয়েছে, হাঁসখালি থানার ময়ূরহাট ১ নম্বর পঞ্চায়েতের পায়রাডাঙা এলাকায় বিজেপির ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই গ্রামে বিজেপির দুই নেতার মধ্যে একজন এসসি মোর্চার ৪৯ এ জেলা পরিষদ মণ্ডল কমিটির সহ-সভাপতি প্রভাত সিকদার এবং অন্যজনও ওই মণ্ডলের সহ-সভাপতি দীপঙ্কর দাস ওরফে দয়াল। দুজনের বাড়ি পাশাপাশি বুথ এলাকায়। এর মধ্যে দীপঙ্করের বাড়ি ২০৫ নম্বর বুথে এবং প্রভাত শিকদারের বাড়ি ২০৬ নম্বর বুথে। তবে দুজনেই ২০৬ নম্বর বুথ থেকে বিজেপির প্রার্থী হতে চাইছেন। তাই নিয়ে বেশ কয়েকদিন ধরেই দুই নেতার মধ্যে রেষারেষি চলছিল। সমস্যার সমাধানে দুই নেতা বৈঠকেও বসেন। কিন্তু তা থেকে কোনও সমাধান বেরিয়ে আসেনি।
প্রভাত শিকদারের দাবি, দীপঙ্কর ২০৬ নম্বর বুথের প্রার্থী হতে চাইছেন সেটা তাঁর বুথের কর্মীরা মেনে নিতে চাইছেন না। বুথের কর্মীরা তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। অভিযোগ, তিনি সরে না দাঁড়ানোয় সোমবার রাতে দীপঙ্কর দাসের এক অনুগামী এসে তাঁকে মারধর করে। ঘটনায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অভিযোগ, তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় দীপঙ্কর দাসের এক অনুগামী রঞ্জিত মজুমদার এসে তাঁকে মারধর করে।
যদিও এই কথা অস্বীকার করেছেন দীপঙ্কর দাস। তিনি পালটা রঞ্জিত মজুমদারকেই মারধরের অভিযোগ তুলেছেন প্রভাত শিকদারের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, ২০৬ নম্বর বুথের কর্মীরা তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। কিন্তু প্রভাত সেটা মেনে নিতে পারছেন না। তাই রঞ্জিত মজুমদারকে প্রভাত শিকদারের এক অনুগামী মারধর করেছে বলে তাঁর অভিযোগ। তাঁকে বগুলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও মণ্ডল সভাপতি দেবপ্রসাদ কীর্তনিয়া এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন। তাঁর বক্তব্য, ‘এটি সামান্য ব্যাপার।’