কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি ও দলীয় প্রতীক জমা হল বড়ঞা ব্লক অফিসে। বৃহস্পতিবার বিকেল চারটেয় কড়া নিরাপত্তার মধ্যে বড়ঞার কংগ্রেস নেতৃত্ব দলীয় প্রার্থীদের ফর্ম বি জমা দেন। কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি জমা দেওয়ার কেন্দ্র করে আজ সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয় বড়ঞা থানার ডাকবাংলো মোড় এলাকায়। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল র্যাফ। আরও পড়ুন: সৌদি আরবে বসে মিনাখাঁয় মনোনয়ন জমা দিলেন TMC প্রার্থী, গ্রহণ করল নির্বাচন কমিশন
মনোনয়নের শুরু থেকেই বড়ঞায় সন্ত্রাসের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যার জেরে মনোনয়ন পেশের পর বহু কংগ্রেস প্রার্থী বহরমপুরে দলের জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। গত মঙ্গলবার বড়ঞার বিডিও অফিসে স্থানীয় কংগ্রেস প্রার্থীদের বি ফর্ম জমা দিতে যান দলের নেতারা। বহরমপুর থেকে ফর্ম নিয়ে বিডিও অফিসের সামনে নামতেই তাদের ওপর হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা। এক কংগ্রেস নেতার মাথায় আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় বি ফর্মের ব্যাগ। খবর পেয়ে বিডিও অফিসে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেখানে ধরনায় বসেন তিনি।
বুধবার ফের বি ফর্ম জমা দেওয়ার অনুমতি চেয়ে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। ওদিকে বিডিও অফিসে রাত পেরিয়ে বুধবার সকালেও ধরনায় বসে ছিলেন অধীর। বুধবার কলকাতা হাইকোর্ট রায়ে জানায়, বড়ঞার কংগ্রেস প্রার্থীদের পুলিশি নিরাপত্তায় বি ফর্ম জমা দেওয়ার সুযোগ দিতে হবে।