পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগের অন্ত নেই। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এক বিডিওর বিরুদ্ধে বিরোধীদের মনোনয়ন পত্রে কারচুপি করে তা খারিজ করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার তেমনই এক চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়ল আদালতে। অভিযোগ, সৌদি আরবে বসে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই অভিযোগের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতে যে কোনও নির্বাচনে মনোনয়ন পেশ করতে গেলে প্রার্থীর সশরীরে রিটার্নিং অফিসারের সামনে হাজির হওয়া বাধ্যতামূলক। বিশেষ অনুমতি ছাড়া কোনও ভাবেই এই নিয়মের ব্যতিক্রম সম্ভব নয়। অভিযোগ, মিনাখাঁর কুমারজুলি গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল প্রার্থী বর্তমানে সৌদি আরবে রয়েছেন। সেখানে বসেই মনোনয়ন পেশ করেছেন তিনি। সেই মনোনয়ন পত্র গৃহীতও হয়েছে। এর পর হাইকোর্টের দ্বারস্থ হয়ে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে মামলাটির শুনানি হতে পারে।
বলে রাখি, বুধবার এক মামলায় কলকাতা হাইকোর্টে অভিযোগ ওঠে, এক বাংলাদেশি ব্যক্তি সরকারি চাকরি করছেন। একথা শুনে অভিযুক্তকে আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।