সিপিএমের প্রতিরোধের মুখে মুর্শিদাবাদের ডোমকলে গুলিবিদ্ধ হল ৪ তৃণমূলি দুষ্কৃতী। সোমবার বিকেলে ডোমকলের জ্যোতকানা এলাকার তুলসীপুরে এই ঘটনা ঘটে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ওদিকে একের পর এক ঘটনায় মুর্শিদাবাদে যে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই তা স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার বিকেলে তুলসীপুর এলাকায় সিপিএমের একটি সভা ছিল। সভার পর ছিল মিছিল। সিপিএম নেতাদের দাবি, গোটা কর্মসূচির পুলিশি অনুমতি ছিল। ওদিকে সভা শেষ হয়ে মিছিল শুরু হলে তাতে স্থানীয় কিছু তৃণমূলি দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। পালটা প্রতিরোধ গড়ে তোলেন সিপিএম কর্মীরা। তখনই গুলিবিদ্ধ হন ৪ তৃণমূলকর্মী। আহতদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সিপিএমের দাবি, নির্বাচনের আগে নিয়ম মেনে দুষ্কৃতীদের গ্রেফতার করলে এসব হত না। পুলিশি অনুমতি নিয়ে সভা যখন হচ্ছিল তার মানে সেখানে পুলিশকর্মীরা মোতায়েন ছিলেন। তৃণমূল যখন সিপিএমের মিছিলে হামলা চালাচ্ছিল তখন তাঁরা কী করছিলেন? না কি হামলার পিছনে পুলিশেরও হাত রয়েছে? তারা তৎপর হলে তো ঘটনা এত দূর গড়াত না।