বাংলা নিউজ > ভোটযুদ্ধ > eci.gov.in: নির্বাচন কমিশনের সাইটে দেখুন UP, Punjab, Goa-র একেবারে সঠিক ফলাফল

eci.gov.in: নির্বাচন কমিশনের সাইটে দেখুন UP, Punjab, Goa-র একেবারে সঠিক ফলাফল

শুরু হয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের গণনা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কীভাবে দেখবেন?

শুরু হয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের গণনা। বিভিন্ন সংবাদমাধ্যম এবং মহল বিভিন্নরকম পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে। তবে ভোটের ফলাফল সবথেকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।

কীভাবে নির্বাচন কমিশনের সাইট থেকে ভোটের ফলাফল দেখবেন?

১)  নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in-তে যান। 

২) স্ক্রিনের উপর 'Visit ECI Result Website'-তে ক্লিক করুন।

৩) নয়া একটি পেজ খুলে যাবে।

৪) ‘GENERAL ELECTIONS TO ASSEMBLY CONSTITUENCY-2022’-তে ক্লিক করুন।

৫) সেখানে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল দেখতে পারবেন। 

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাঁচ রাজ্যের (উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুর) ফলাফল দেখার সরাসরি লিঙ্ক - এখানে ক্লিক করুন

উত্তরপ্রদেশের প্রাথমিক ট্রেন্ড: যত সময় যাচ্ছে, তত উত্তরপ্রদেশে এগিয়ে যাচ্ছে বিজেপি। ক্রমশ লিড বাড়াচ্ছে গেরুয়া শিবির। পিছিয়ে পড়ছে সপা জোট। কংগ্রেস এবং বসপার কার্যত অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। 

পঞ্জাবের প্রাথমিক ট্রেন্ড: ক্রমশ এগিয়ে যাচ্ছে আম আদমি পার্টি (আপ)। বুথফেরত সমীক্ষার আভাসই মিলতে চলেছে। ‘পরিবর্তনের' হাওয়ায় কংগ্রেসের ভ্যানিশ হওয়ার জোগাড়।

গোয়ার প্রাথমিক ট্রেন্ড: প্রাথমিক ট্রেন্ডে ১৪ টি আসনে এগিয়ে বিজেপি। ১৭ টি আসনে এগিয়ে কংগ্রেস। চারটি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) জোট।

উত্তরাখণ্ডের প্রাথমিক ট্রেন্ড: হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেবভূমিতে। ৭০ টি আসনের মধ্যে প্রাথমিকভাবে ৩৫ টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৩৪ আসনে। আপ একটি আসনে এগিয়ে।

মণিপুর প্রাথমিক ট্রেন্ড: মণিপুরে ১০ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। ১৪ টি আসনে এগিয়ে আছে বিজেপি।

বন্ধ করুন