বাংলা নিউজ > ভোটযুদ্ধ > MP Election 2023: মধ্যপ্রদেশের শাসকদল যেন বাংলার তৃণমূলের মতো! লক্ষ্মীর ভাণ্ডার নাকি বদলের ডাক? HT গ্রাউন্ড রিপোর্ট

MP Election 2023: মধ্যপ্রদেশের শাসকদল যেন বাংলার তৃণমূলের মতো! লক্ষ্মীর ভাণ্ডার নাকি বদলের ডাক? HT গ্রাউন্ড রিপোর্ট

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (PTI Photo) (PTI)

মধ্য়প্রদেশের ভোটের এবার দুটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ।একদল বদলের জন্য় দিন গুনছেন।আর এক পক্ষ বিজেপির নেতৃত্বে যে উন্নয়ন তার পক্ষে মুখ খুলছেন।

চেতন চৌহান

দরজায় কড়া নাড়ছে মধ্য়প্রদেশ ভোট। ভোটের আগে মাঠে ময়দানের ছবিটা ঠিক কী সেটাই তুলে এনেছেন হিন্দুস্তান টাইমসের সাংবাদিক। বীরেন সিং গৌর। মধ্য়প্রদেশের রাইসেন জেলায় তাঁর কৃষিজ সামগ্রীর দোকান। তার চারপাশে কৃষকরা ঘিরে রয়েছেন। ভোটের পরিস্থিতি নিয়ে গল্পগুজব চলছে। সেখানে প্রশ্ন করতেই বীরেন সিং বলেন, এবার তো বদল হবেই। 

তবে সেখানেই আড্ডায় যোগ দিয়েছিলেন আরও কৃষকরা। তাদের মধ্য়ে দুজন কৃষকের দাবি, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কিন্তু কৃষকদের কল্যাণে নানা কাজ করেছেন। এমনকী লাডলি বেহনা স্কিমের মাধ্য়মে এলাকার মা বোনেদের মনও জয় করেছে বিজেপি।এর মাধ্য়মে প্রতি মহিলা ১২৫০ টাকা করে মাসে পাচ্ছেন।

আসলে মধ্য়প্রদেশের ভোটের এবার দুটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ।একদল বদলের জন্য় দিন গুনছেন।আর এক পক্ষ বিজেপির নেতৃত্বে যে উন্নয়ন তার পক্ষে মুখ খুলছেন। সব মিলিয়ে আগামী দিনে কী হবে সেটা জানতে আরও কয়েকদিনের অপেক্ষা। তবে বীরেন সিং বলেন, দেখুন প্রচুর দুর্নীতি হয়েছে। বিজেপির নেতাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে। মামার( শিবরাজ সিং চৌহান) কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে ব্যাপারটা। 

আর বীরেন সিং যখন এসব কথা বলছেন তখন কিন্তু এই দুই কৃষক চুপ করে সব শুনলেন। তাঁরা এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। তাঁরা অবশ্য় নারীদের জন্য় বিজেপি সরকার কী করেছে সেটাই ফলাও করে বলেন।

বিজয় শাহ। দীর্ঘদিনের আরএসএস কর্মী। এখন বিজেপি করেন। তিনি জানিয়েছেন, আসলে কী জানেন দলের মধ্য়ে বহিরাগতরা ঢুকে পড়েছে। তারা বিভ্রান্ত করে ফেলছে। রাজ্য দলের বিরুদ্ধেও অনেকে ক্ষুব্ধ। সেকারণেই এই বদলের ডাক দিচ্ছেন কেউ কেউ। 

এই সেই বিদিশা লোকসভা আসন। এই আসন থেকেই একটা সময় অটল বিহারী বাজপেয়ী জিততেন। শিবরাজ সিং চৌহানও এখান থেকে জিততেন। আবার সুষমা স্বরাজও দাঁড়াতেন এখানে। 

তবে এবারও ভোটে বিজেপির মুখ শিবরাজ সিং চৌহান। সাগর জেলার এক কৃষক বলেন,  বিজেপি জিতলে আবার শিবরাজ মুখ্যমন্ত্রী হবেন। এদিকে একসময়ে শিবরাজ ঘনিষ্ঠ এক প্রাক্তন আমলা জানিয়েছেন, আমলাদের একাংশের মধ্য়েও মুখ্যমন্ত্রী তাঁর জনপ্রিয়তা হারিয়েছেন। তাঁর মতে, জেলা শাসকদেরও বলা হচ্ছে সভাতে লোক আনার জন্য। এতে অনেকেই ক্ষুব্ধ। এসব আগে কোনও দিন হত না। 

কিন্তু কী হবে এবার? কাদের দখলে থাকবে মধ্য়প্রদেশ সেটাই এবার দেখার। 

বন্ধ করুন