সামনেই লোকসভা ভোট। তার আগে অসমের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হল। অতীতে বিজেপির বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এমন ব্যক্তিদেরই দলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, গুয়াহাটি লোকসভা আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন বিজুলি কালিতা মেধি, ডিব্রুগড় থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন সর্বানন্দ সোনোয়াল, কাজিরাঙা থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন কামাক্ষ্যা প্রসাদ তাসা, জোড়হাট থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন তপন গগৈ, তেজপুর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন রঞ্জিত দত্ত, দারাং- উদলগিরি থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ সইকিয়া, করিমগঞ্জ থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন কৃপানাথ মাল্লা, শিলচর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন পরিমল শুক্লাবৈদ্য, নওগাঁ থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন সুরেশ বোরা, লখিমপুর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন প্রদান বরুয়া, দীফু থেকে বিজেপির প্রার্থী অমর সিং তিসো।
তাঁদের নাম অসমের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। তবে শুধু অসম নয়, বাংলার বিভিন্ন লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় একাধিক বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেখানে তাৎপর্যপূর্ণভাবে একাধিক নাম রয়েছে। তবে বাংলার ক্ষেত্রে তিনজন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। জন বার্লাকে কেবলমাত্র বিজেপি এবার প্রার্থী করছে না।