পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র থেকে ভোজপুরি অভিনেতা-গায়ক পবন সিংকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু তারপরই তিনি প্রার্থীপদ তুলে নেন। আর এবার পবন সিংয়ের সেই প্রার্থীপদ প্রত্যাহার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। শনিবার, বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ১৯৫ জন প্রার্থীর তালিকায় পবন সিং-এর নাম রেখেছিল। যদিও আসানসোল থেকে ভোটে লড়তে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে শুনেছি তিনি একজন বড় মাপের শিল্পী ও গায়ক। আমাদের কিছু মানুষ তাঁকে খুব ভাল করে চেনেন। এটা ওদের (বিজেপির) অভ্যন্তরীণ বিষয়। জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা।
পবন সিং আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারার কথা ঘোষণা করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। রবিবার এক্স (আগের টুইটার) এ একটি পোস্টে তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে টুইট করেছেন: আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দল আমার উপর আস্থা রেখেছিল এবং আমাকে আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল কিন্তু কোনও কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না…
এদিকে তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে যৌনতা সংক্রান্ত নারীবিদ্বেষী ভিডিওতে অভিনয় করার অভিযোগ করে তাঁর বিরুদ্ধে একটি অনলাইন প্রচার শুরু করার পরে পবন সিং তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বাবুল সুপ্রিয় সহ তৃণমূলের একাধিক নেতা পবন সিংয়ের বিরুদ্ধে টুইট করে অভিযোগ করেন, তাঁর প্রার্থীপদ বাংলার মহিলাদের অপমান করেছে।
ভোজপুরি অভিনেতা-গায়কের নাম প্রত্যাহারের পর তৃণমূল নেতা নেত্রীরা নানা ভাবে কটাক্ষ করা শুরু করেন।
"ব্রেকিং নিউজ। @AITCofficial প্রভাব! @BJP4India প্রার্থীর যৌনতাবাদী নারীবিদ্বেষী ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার পরে আসানসোল প্রার্থী প্রত্যাহার করে নিলেন। বাংলায় @BJP4India 'নারীশক্তি' ডাক এখন ফাঁপা ও অর্থহীন। এক্স হ্য়ান্ডেলে লিখেছিলেন সাগরিকা ঘোষ।