গত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে কংগ্রেসের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি। এবার এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির কাছে ধরাশয়ী হলেও লোকসভা নিয়ে আশাবাদী কংগ্রেস। লোকসভা নির্বাচনে সেখানে কংগ্রেস প্রায় অর্ধেকের কাছে আসনে জয়ী হবে বলেই আশাবাদী নেতৃত্ব।
আরও পড়ুনঃ 'বাবা আর আমি…' বিজেপিতে যোগের জল্পনা নিয়ে খোলাখুলি জবাব দিলেন কমল নাথের পুত্র
মধ্যপ্রদেশের প্রবীণ নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ দাবি করেছেন, এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস রাজ্যে ২৯ টি আসনের মধ্যে ১২ -১৩ টি আসনে জয়ী হবে। অন্যদিকে, বিজেপি আগে থেকেই সেখানে সবকটি আসনে জয়ী হবে বলে দাবি করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমল নাথ বলেন, ‘আমার মনে হয় এবার লোকসভা নির্বাচনে মদ্যপ্রদেশে কংগ্রেস ১২ থেকে ১৩ টি আসনে জয়ী হবে। আমি অনেক জায়গায় মানুষের সঙ্গে কথা বলে সাড়া পেয়েছি।’ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার মধ্যপ্রদেশে বিধানসভায় কংগ্রেস ধরাশায়ী হওয়ার পর দলের কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধির জন্য কমলনাথের এমন মন্তব্য ।
অন্যাদিক, লোকসভা নির্বাচনে কমলনাথ প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই জানিয়ে দিয়েছেন। ২০১৯ সালে কমলনাথের ছেলে নকুল নাথ ছিন্দওয়ারা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বচনে ২৯ টি আসনের মধ্যে বিজেপি ২৮ টি আসনে জয়ী হয়েছিল।তবে কংগ্রেস শুধুমাত্র একটি আসনেই জয়ী হয়েছিল। কমলনাথের ছেলে নকুল ছিন্দওয়ারা আসন থেকে জয়ী হয়েছিলেন। এবারও তাঁর ছেলে ওই আসন থেকেই লড়বেন বলে জানিয়েছেন কমল নাথ।
প্রসঙ্গত, কমল নাথের বিজেপিতে যোগদানের জোর জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনাতেও জল ঢেলে দিয়েচেন প্রবীণ কগ্রেস নেতা । এটিতে গুজব বলে তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার যৌবন ছিন্দওয়ারার উন্নয়নে উৎসর্গ করে দিয়েছি। সেখানকার মানুষের সঙ্গে আমার দীর্ঘ ৪৫ বছরের সম্পর্ক।’
এদিকে, ভারত জোড়ো ন্যায় যাত্রা সম্পর্কে কমল নাথ বলেন, জনসংযোগ খুবই গুরুত্বপূর্ণ। কিছু সময় পর এর প্রভাব পড়বে। মদ্যপ্রেদেশে কংগ্রেস প্রার্থী প্রসঙ্গে তিনি জানান, ১৫ থেকে২০ টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে। আজ বুধবার দলের বৈঠকে এনিয়ে সিদ্ধান্ত হবে।