এখন দেশজুড়ে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ–পর্ব চলছে। তার মধ্যেই বিধানসভার উপনির্বাচন হবে আগামী ২০ মে তারিখে। আসলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন জেলে। ইডি তাঁকে গ্রেফতার করেছে। তাই ঝাড়খণ্ডে উপনির্বাচন হবে। আর সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। এখন রাজ্যের পরিস্থিতিকে টেনে তুলতে হবে। তাই কল্পনা সোরেন বসে পড়েছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। কিন্তু সেটারই এবার নির্বাচন হবে। আর তাঁকেই প্রার্থী করা হয়েছে বলে জানিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। কল্পনাকে গিরিডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত গাণ্ডেয় বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে। লোকসভা ভোটের সঙ্গেই ওই কেন্দ্রে উপনির্বাচন হবে।
এদিকে গাণ্ডেয় বিধানসভা আসনটি বিধায়কহীন। ওই বিধানসভা কেন্দ্রের জেএমএম বিধায়ক সরফরাজ আহমেদ পদত্যাগ করার পর থেকেই আসনটি খালি পড়ে আছে। উপনির্বাচনে সেখানে প্রার্থী হচ্ছেন কল্পনা সোরেন। গাণ্ডেয় কেন্দ্রে আগামী ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার সঙ্গেই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে দিলীপ কুমার বর্মাকে। আগামী ২৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর জেএমএম বিধায়ক সমীর কুমার মোহান্তিকে তুলে নিয়ে জামশেদপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে।
আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি
অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী হিসাবে আগে কখনও রাজনীতিতে আসেননি কল্পনা। হেমন্তের গ্রেফতার হওয়ার পর তাঁকে রাজনীতিতে পা রাখতে দেখা গিয়েছে। এমটেক এবং এমবিএ ডিগ্রি আছে কল্পনার। তিনি পড়াশোনা করেছেন ওড়িশায়। ময়ূরভঞ্জের স্কুলে লেখাপড়া করেছেন। পরে ভুবনেশ্বর থেকে ইঞ্জিনিয়ারিং পড়েন এবং এমটেক পাশ করেন। এমনকী এমবিএ’ও করেছেন কল্পনা। জেএমএম মুখপাত্র মনোজ কুমার পাণ্ডে দাবি করেছেন, দুটি কেন্দ্রেই বিশাল জয় পাবে জেএমএম।
এছাড়া গত ৩১ জানুয়ারি জমি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার আগে তিনি রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এখন তিনি রয়েছেন জেল হেফাজতে। হেমন্ত সোরেনের গ্রেফতার হওয়ার পর ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পই সোরেন। তবে স্বামী হেমন্ত গ্রেফতার হতেই কল্পনার রাজনৈতিক যাত্রা শুরু হয়। গত ৪ মার্চ গিরিডিতে জেএমএমের প্রতিষ্ঠা দিবসে রাজনীতিতে পা রাখেন কল্পনা সোরেন। তাঁর স্বামী ষড়যন্ত্রেরই শিকার বলে তিনি মনে করেন।