বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে আজ, শুক্রবার কাঁথি থেকে দুই অপরাধীকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই নিয়ে বিজেপি বাজার গরম করতে শুরু করে। পাল্টা সরব হয় তৃণমূল কংগ্রেসও। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত মূল চক্রীরা মাত্র ২ ঘণ্টার জন্য বাংলায় লুকিয়েছিল। বাংলার পুলিশ তাদের ধরে দিয়েছে। এটা রাজ্য পুলিশের সাফল্য বলে দিনহাটার সভা থেকে দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএ এই অভিযুক্তদের খুঁজছিল। সেখানে বাংলার পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
আজ এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। পাল্টা দেন কুণাল ঘোষও। তিনি বলেন, ‘সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে এবং আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।’ এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুর গ্রেফতার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লোকগুলো বাংলার বাসিন্দা নয়। বাংলায় লুকিয়ে ছিল। দু’ঘণ্টার মধ্যে ধরে দিয়েছি। আমাদের পুলিশ ধরেছে।’ নিশীথ প্রামাণিককে কচি স্বরাষ্ট্রমন্ত্রী বলে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। অমিত শাহকে কটাক্ষ করে মমতা বলেন, ‘বালুরঘাটের নাম বলছে বেলুরঘাট। উনি বড় স্বরাষ্ট্রমন্ত্রী। জায়গার নামটুকুও জানেন না। বলছেন, ‘উল্টে ঝুলিয়ে রেখে দেব।’ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এটা শোভা পায়?’
তবে বিজেপিকে এই ইস্যু নিয়ে ফায়দা তুলতে দেননি মুখ্যমন্ত্রী। এদিন কোচবিহারের সভা থেকে সুর সপ্তমে চড়ান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওদের একটা ছেলে আছে। আমরা ফোড়ংবাজ বলি। কারণ বেশি ফোড়ং কাটে। বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লোকগুলি কর্ণাটকের এখানকার নয়। দু’ঘণ্টা বাংলায় লুকিয়ে ছিল। আমরা দু’ঘণ্টার মধ্যে ধরিয়ে দিয়েছি। আমাদের পুলিশ এই কাজ করেছে। সেখানে বলছে বাংলা সেফ নয়। তোদের গুজরাট, উত্তরপ্রদেশ সেফ। বিজেপি অত্যাচারি দল। বাংলার মানুষ শান্তি পছন্দ করে। যেটা বিজেপি পছন্দ করে না। অত্যাচারের সমস্ত সীমা পার করে গিয়েছে।’
আরও পড়ুন: ‘শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হবে না?’ বিজেপি বাঁচাও মঞ্চ থেকে সরব দীপক
এই ফোরংবাজ আসলে নাম না করে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে বলেছেন। কারণ তিনিই সব বিষয়ে বিরোধিতা করেন। আর রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীদের আক্রমণ করে থাকেন। বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ কাণ্ডেও রাজ্য সরকারকে দায়ী করেছেন। তারই পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘বেঙ্গালুরুতে একটা বোমা ফেটেছে। অভিযুক্তরা এখানকারও নয়। মাত্র দু’ঘণ্টার জন্য বাংলায় ছিল। দু’ঘণ্টার মধ্যে ধরে দিয়েছি। আমাদের রাজ্য পুলিশ ধরে দিয়েছে।’ আসলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের দুই সন্দেহভাজনকে কলকাতা থেকে আটক করেছে এনআইএ। তারা হয়তো কর্ণাটকে শিবমোগাই আইসিস সেলের অংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা জঙ্গিদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে। এটা দুর্ভাগ্যজনক।’