রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শক্তিপুরে উত্তেজনাকে হাতিয়ার করে ভোটের বাজারে পালটা মেরুকরণের রাজনীতি শুরু করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভা থেকে এই হিংসার জন্য একযোগে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি। এমনকী এই হিংসা পরিকল্পিত বলেও দাবি মমতার।
মুর্শিদাবাদের হামলা পরিকল্পিত
এদিন মমতা বলেন, ‘রাম নবমী হয়ে গেল সারা রাজ্যে। আর মুর্শিদাবাদের ঘটনা, আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, আজ সকাল থেকে এক তরফা ভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলে চলেছে। আর হিন্দু - মুসলমান বিভাজন করে চলেছে। আমি যদি পয়েন্টটা আপনাদের বলি, পরশুদিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি। একই জায়গায়। তার পরের দিন গিয়ে প্রথম আক্রমণ করল কারা? বিজেপির এমএলএ। দলবল নিয়ে গিয়ে’।
বিজেপি অসুর
বিজেপিকে অসুরের সঙ্গে তুলনা করে তৃণমূলনেত্রী বলেন, ‘আপনি রাম নবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গা এই অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে’।
কাঠগড়ায় কমিশন
এর পর কমিশনকেও কাঠগড়ায় তোলেন মমতা। বলেন, ‘রাম তো নিজের চোখ দিতে গিয়েছিল মা দুর্গাকে। আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। ১৯ জন আহত হয়েছে। ওসি আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা সম্প্রদায়ের লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে, রাম নবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে DIGকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করার জন্য? যে পরের দিন নাটক করে বেড়াবেন? এটা একতরা প্রচার হচ্ছে। ভোট প্রক্রিয়া চলাকালীন এরকম করা যায় না’।
বিজেপি বিধায়ক মেরেছে
এমনকী বিজেপি বিধায়কের গ্রেফতারির দাবি তোলেন মুখ্যমন্ত্রী, বলেন, ‘এটাক করলেন আপনারা। মারলেন আপনারা। ওসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন। আর করে নির্বাচন কমিশনে অভিযোগ করছে, বিজেপির MLAকে মেরেছে। আক্রান্তরা অভিযোগ করেছে বিজেপির বিধায়ক তাদের আক্রমণ করেছে। তাকে কেন গ্রেফতার করা হবে না’?
জেলার পুলিশ কর্তার বদলি নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘DIGকে বদলি করেছিল কেন? আগের দিন কোনও প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ভোট নেই। যে লোকটা জেলাটাকে চিনত, এই সব জেলাগুলো খুব সেন্সেটিভ জেলা। বিজেপির হাত থেকে দাঙ্গা রুখতে আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়’।
এমনকী হাওড়ায় বিজেপির মিছিল নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, ‘হাওড়ায় বিজেপির প্রার্থী সকাল বেলা অস্ত্রশস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেনেও মিছিল করেছিল কেন? মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এটা তো আপনাদের একার সম্পত্তি নয়’।