বেঙ্গালুরু এবং হায়দরাবাদ- ভারতের দুই তথ্যপ্রযুক্তি হাব। দুটি শহরেই প্রচুর বাঙালি থাকেন। আর শনিবার লোকসভা ভোটের যে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে, তাতে বেঙ্গালুরুর চারটি কেন্দ্রে একইদিনে ভোটগ্রহণ হতে চলেছে। আর বেঙ্গালুরুর প্রায় তিন সপ্তাহ পরে হায়দরাবাদে লোকসভা ভোটগ্রহণ হবে। আর যে বাঙালিরা ওই দুটি শহরে থাকেন এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম আছে, তাঁরা কি নিজেদের বাড়িতে ফিরে ভোট দিতে পারবেন? লোকসভা ভোটের নির্ঘণ্ট দেখে এখনই ঠিক করে নিন।
বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্র
দ্বিতীয় দফায় বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল। যে লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন ডিকে সুরেশ।
বেঙ্গালুরু মধ্য লোকসভা কেন্দ্র
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২৬ এপ্রিল বেঙ্গালুরু মধ্য লোকসভা কেন্দ্র ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে সেই কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপি প্রার্থী পিসি মোহন।
বেঙ্গালুরু উত্তর লোকসভা কেন্দ্র
এবার বেঙ্গালুরু উত্তর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে বেঙ্গালুরু উত্তর লোকসভা কেন্দ্রে। গতবার সেই আসন থেকে জিতেছিলেন বিজেপি প্রার্থী সর্বানন্দ গৌড়া। তবে এবার তিনি নির্বাচনী রাজনীতি থেকে অবসর ঘোষণা করেছেন। পরিবর্তে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাদজে ওই আসন থেকে লড়বেন।
বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্র
কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৬ এপ্রিল এবার বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় সেই ভোটগ্রহণ হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু দক্ষিণ থেকে জিতেছিলেন বিজেপির তেজস্বী সূর্য। তাঁর আগে ওই আসনে জিতে আসছিলেন অনন্ত কুমার। যিনি ১৯৯৬ সাল থেকে ওই আসনে কখনও হারেননি। এবারও তেজস্বীকে টিকিট দিয়েছে বিজেপি।
হায়দরাবাদ লোকসভা কেন্দ্র
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ মে হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। অর্থাৎ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে দক্ষিণ ভারতের শহরে। যে লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালে জিতেছিলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। ২০০৪ সাল থেকে তিনিই ওই কেন্দ্রে জিতে আসছেন।
পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ
১) প্রথম দফা (১৯ এপ্রিল): কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।
২) দ্বিতীয় দফা (২৬ এপ্রিল): রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং।
৩) তৃতীয় দফা (৭ মে): মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর।
৪) চতুর্থ দফা (১৩ মে): বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর এবং আসানসোল।
৫) পঞ্চম দফা (২০ মে): বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ।
৬) ষষ্ঠ দফা (২৫ মে): পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর এবং ঘাটাল।
৭) সপ্তম দফা (১ জুন): দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর।