৪২ আসনেই লড়ব। অনড় তৃণমূল। তবে কংগ্রেস অবশ্য় আশা ছাড়ছে না এখনও। কার্যত যদি মন গলে সেই ভরসায় এখনও তাকিয়ে আছে কংগ্রেস।
অসমে অন্তত একটি ও মেঘালয়ের তুরা আসনে কংগ্রেসের সমর্থন চাইছে তৃণমূল। কিন্তু কংগ্রেসের তরফ থেকে এনিয়ে এখনও সবুজ সংকেত কিছু আসেনি। তবে তার মধ্য়েই বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্য়ে আসন সমঝোতা শেষ পর্যন্ত কী হবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
তবে তৃণমূলের একাংশ সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন তৃণমূল বাংলায় ৪২টি আসনে লড়বে। সেই সঙ্গেই তৃণমূলের একাংশের দাবি, আমরা অসমেও কিছু আসন চাইছি ও মেঘালয়ের তুরা আসনটিতেও লড়তে চাই। এই অবস্থান থেকে কোনও বদল হচ্ছে না। এমনটাই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন।
তবে সূত্রের খবর, কংগ্রেস ৩৭-৫ এই হিসাবে চলতে চাইছে। মানে বাংলায় ৩৭টি আসনে তৃণমূল লড়ুক। আর ৫টা আসন কংগ্রেসের লড়ার জন্য ছেড়ে দেওয়া হোক। তবে এনিয়ে দরকষাকষি চালিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সেটা এখনও যে বাস্তবে রূপ পেয়েছে এমনটা নয়। তবে তৃণমূল এই বিষয়টি অস্বীকার করেছে। তবে কংগ্রেস অবশ্য় এখনও আশা ছাড়তে রাজি নয়।
শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিকদের বলেন, 'দরজা এখনও বন্ধ হয়নি। মমতার সঙ্গে কথা বার্তা চলছে। বারবার বলে এসেছি, এখনও বলছি। কোনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে চলছে। বাংলায় যে ছয়দিন ছিলাম, বারবার বলেছি। আপনারা শোনেনি বা বিশ্বাস করেননি। সপা, আপ নিয়েও আপনারা একই কথা বলেছেন, সমঝোতা হয়ে গেল তো? তৃণমূলের কে কী বলছে জানি না, ওদের সুপ্রিম নেত্রী বারবার বলে এসেছেন উনি ‘ইন্ডিয়া’র সঙ্গে আছেন। বিজেপিকে রুখতে সর্বতোভাবে লড়াইয়ে আছেন। জয়রাম রমেশ বলেন, 'তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন, তৃণমূল ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য শরিক। রাজনীতিতে এই ধরনের কথা চলতেই থাকে। রাজনীতিতে দু-দিন অনেক বড় সময় হয়।'
তবে তৃণমূল নেতৃত্ব অবশ্য় ৪২-৪২টি আসনেই লড়তে চাইছে। সেক্ষেত্রে কংগ্রেস আশায় বসে থাকলেও বাস্তবে কটা আসন কংগ্রেসকে শেষ পর্যন্ত লড়ার জন্য় ছাড়া হয় সেটাই দেখার। তবে সেই আশা অবশ্য় যথেষ্ট ক্ষীণ।