বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Loksabha Vote Bengal Seat Sharing: ৪২ আসনেই লড়ব, অনড় তৃণমূল, এখনও আশায়- আশায় কংগ্রেস

Loksabha Vote Bengal Seat Sharing: ৪২ আসনেই লড়ব, অনড় তৃণমূল, এখনও আশায়- আশায় কংগ্রেস

বেঙ্গালুরুর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী। (ছবি সৌজন্যে এএনআই) ফাইল ছবি 

এখনও তৃণমূলের মুখ চেয়ে বসে আছে কংগ্রেস। কিন্তু বাস্তবে কী হবে সেটাই দেখার। 

৪২ আসনেই লড়ব। অনড় তৃণমূল। তবে কংগ্রেস অবশ্য় আশা ছাড়ছে না এখনও। কার্যত যদি মন গলে সেই ভরসায় এখনও তাকিয়ে আছে কংগ্রেস। 

অসমে অন্তত একটি ও মেঘালয়ের তুরা আসনে কংগ্রেসের সমর্থন চাইছে তৃণমূল। কিন্তু কংগ্রেসের তরফ থেকে এনিয়ে এখনও সবুজ সংকেত কিছু আসেনি। তবে তার মধ্য়েই বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্য়ে আসন সমঝোতা শেষ পর্যন্ত কী হবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। 

তবে তৃণমূলের একাংশ সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন তৃণমূল বাংলায় ৪২টি আসনে লড়বে। সেই সঙ্গেই তৃণমূলের একাংশের দাবি, আমরা অসমেও কিছু আসন চাইছি ও মেঘালয়ের তুরা আসনটিতেও লড়তে চাই। এই অবস্থান থেকে কোনও বদল হচ্ছে না। এমনটাই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন।

 তবে সূত্রের খবর, কংগ্রেস ৩৭-৫ এই হিসাবে চলতে চাইছে। মানে বাংলায় ৩৭টি আসনে তৃণমূল লড়ুক। আর ৫টা আসন কংগ্রেসের লড়ার জন্য ছেড়ে দেওয়া হোক। তবে এনিয়ে দরকষাকষি চালিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সেটা এখনও যে বাস্তবে রূপ পেয়েছে এমনটা নয়। তবে তৃণমূল এই বিষয়টি অস্বীকার করেছে।  তবে কংগ্রেস অবশ্য় এখনও আশা ছাড়তে রাজি নয়। 

শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিকদের বলেন, 'দরজা এখনও বন্ধ হয়নি। মমতার সঙ্গে কথা বার্তা চলছে। বারবার বলে এসেছি, এখনও বলছি। কোনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে চলছে। বাংলায় যে ছয়দিন ছিলাম, বারবার বলেছি। আপনারা শোনেনি বা বিশ্বাস করেননি। সপা, আপ নিয়েও আপনারা একই কথা বলেছেন, সমঝোতা হয়ে গেল তো? তৃণমূলের কে কী বলছে জানি না, ওদের সুপ্রিম নেত্রী বারবার বলে এসেছেন উনি ‘ইন্ডিয়া’র সঙ্গে আছেন। বিজেপিকে রুখতে সর্বতোভাবে লড়াইয়ে আছেন। জয়রাম রমেশ বলেন, 'তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন, তৃণমূল ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য শরিক। রাজনীতিতে এই ধরনের কথা চলতেই থাকে। রাজনীতিতে দু-দিন অনেক বড় সময় হয়।'

তবে তৃণমূল নেতৃত্ব অবশ্য় ৪২-৪২টি আসনেই লড়তে চাইছে। সেক্ষেত্রে কংগ্রেস আশায় বসে থাকলেও বাস্তবে কটা আসন কংগ্রেসকে শেষ পর্যন্ত লড়ার জন্য় ছাড়া হয় সেটাই দেখার। তবে সেই আশা অবশ্য় যথেষ্ট ক্ষীণ। 

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

‘আরও বাচ্চা চাই…’, রাহাতেই সন্তুষ্ট নন রণবীর-আলিয়া, শীঘ্রই দিদি হবে রাহা? মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.