বাংলা নিউজ > ভোটযুদ্ধ > MP Election: কন্যাশ্রী কি ভেলকি দেখাবে মধ্যপ্রদেশে নাকি কংগ্রেসের প্রতিশ্রুতি? এল চমকে দেওয়া জবাব

MP Election: কন্যাশ্রী কি ভেলকি দেখাবে মধ্যপ্রদেশে নাকি কংগ্রেসের প্রতিশ্রুতি? এল চমকে দেওয়া জবাব

শিবরাজ সিং চৌহান ও কমল নাথ। ফাইল ছবি

আইবিসি ২৪ মধ্যপ্রদেশের ২৫ হাজার ভোটারের মধ্য়ে সমীক্ষা করেছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল শিবরাজ সিং চৌহানের কোন প্রকল্পটি রাজ্যবাসীর বিশেষ পছন্দের?

গত মাসে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেই ঘোষণার পরে সমস্ত দলই কার্যত ঝাঁপিয়ে পড়েছে। এদিকে এসবের মধ্যেই মধ্যপ্রদেশকে কেন্দ্র করে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কোন স্কিমটা আপনার পছন্দের?

সেই সঙ্গেই কংগ্রেসের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করা হয় সেই সমীক্ষায়।

আইবিসি ২৪ মধ্যপ্রদেশের ২৫ হাজার ভোটারের মধ্য়ে সমীক্ষা করেছিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল শিবরাজ সিং চৌহানের কোন প্রকল্পটি রাজ্যবাসীর বিশেষ পছন্দের?

তবে সেক্ষেত্রে ৫১ শতাংশ মানুষ উত্তর দিয়েছেন, লাডলি ব্রাহ্মিণ যোজনা হল তাদের বিশেষ পছন্দের। তার মানে এই স্কিম রাজ্যের অর্ধেক জনসংখ্যার উপর প্রভাব ফেলেছে। ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন, সিএম সেল্ফ এমপ্লয়মেন্ট স্কিমটা তাদের পছন্দের। ২৪ শতাংশ বাসিন্দার মতে, লাডলি লক্ষ্মী ২ স্কিমটা তাদের পছন্দের।

এবার প্রশ্ন কংগ্রেসের কোন প্রতিশ্রুতিটা তাদের পছন্দের?

এক্ষেত্রে ৩৭ শতাংশ মানুষ জানিয়েছেন ওই যে কর মকুব করার যে প্রতিশ্রুতি কংগ্রেস জানিয়েছে সেটা তাদের বেশি পছন্দের। তবে ২৯ শতাংশ মানুষ জানিয়েছেন, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার এই প্রতিশ্রুতিটা তাদের বেশি পছন্দের। ২৭ শতাংশ জানিয়েছেন, ওল্ড পেনশন ফিরিয়ে আনার বিষয়টি তাদের পছন্দের। ৭ শতাংশ মানুষ জানিয়েছেন, নারীদের ১৮ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিটা তাদের বেশি পছন্দের। খবর হিন্দুস্তান লাইভ সূত্রে।

একদিকে কংগ্রেস। আর অন্যদিকে বিজেপি। মধ্যপ্রদেশের মসনদ দখলের লড়াই। কারা কতটা এগিয়ে থাকবে তার জন্য অপেক্ষা আর কিছুদিনের।

 

 

 

বন্ধ করুন