আম আদমি পার্টির ঝাড়ুর ঝড়ে পঞ্জাবে ধরাসায়ী কংগ্রেস। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী নভজ্যোত সিং সিধু, চরণজিত্ সিং চান্নিরাও নিজেদের আসনে পিছিয়ে আছেন। এই আবহে পূর্ণাঙ্গ ফল আসার আগেই দুপুরেই নিজেদের হার স্বীকার করে নিলেন নভজ্যোত সিং সিধু। পঞ্জাবের কংগ্রেসের রাজ্য সভাপতি সিধু এদিন এখ টুইট করে আম আদমি পার্টিকে টুইট করেন। টুইট বার্তায় সিধু লেখেন, ‘মানুষের কণ্ঠস্বর ঈশ্বরের কন্ঠ...। নম্রভাবে পঞ্জাবের জনগণের আদেশ মেনে নিচ্ছি...। আম আদমি পার্টিকে অভিনন্দন!!!’
উল্লেখ্য, আজ ফল প্রকাশ হতেই স্পষ্ট হয়ে যায় যে পঞ্জাবে কংগ্রেস, শিরোমণি অকালি দলের হেভিওয়েটদের একে একে প্রত্যাখ্যান করেন পঞ্জাবের জনগণ। অপ্রত্যাশিত ভাবে পঞ্জাবে হারের মুখোমুখি হতে চলেছেন সিধু, ক্যাপ্টেন, চান্নিরা। হারের মুখোমুখি বাদল পরিবারের দুই শীর্ষ নেতাও। অমৃতসর পূর্ব আসনে আম আদমি পার্টির প্রার্থী জীবন জ্যোত কৌরের থেকে পিছিয়ে পড়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধু। এদিকে এবার দুটি আসন থেকে নির্বাচনে লড়ছিলেন চরণজিত সিং চান্নি। ভদৌর আসন থেকে চান্নি আম আদমি পার্টির লাভ সিং উগোকির থেকে পিছিয়ে আছেন তিনি। চনকৌর সাহিব আসন থেকেও আম আদমি পার্টির প্রার্থীর থেকে পিছিয়ে চান্নি।
১১৭ আসন বিশিষ্ট পঞ্জাবে ৯১টি আসনেই এগিয়ে আম আদমি পার্টি। কংগ্রেস এগিয়ে মাত্র ১৭টি আসনে। এদিকে শিরমণি অকালি দল ও বহুজন সমাজ পার্টির জোট ৬টি আসনে এগিয়ে। এদিকে বিজেপি, পঞ্জাব লোক কংগ্রেস দলের জোট এগিয়ে দুটি আসনে।