চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি আপাতত তেলেঙ্গানার ভোট লড়তে চাইছে না। মূলত টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু বর্তমানে জেলবন্দি। তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে দল। এমনটাই এনডিটিভিকে জানিয়েছে এক নেতা।
সূত্রের খবর, রাজামুন্দ্রি সেন্ট্রাল জেলের ভেতর দলের নেতা কাসানি জ্ঞানেশ্বরের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর কিছুটা আলোচনা হয়। এরপরই এনিয়ে তাঁরা সিদ্ধান্ত নেন। স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকল্পের বিপুল টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল চন্দ্রবাবু নাইডুকে। তারপর থেকেই তিনি জেলবন্দি। এদিকে তিনি জেলে থাকায় স্বাভাবিকভাবেই ভোটে লড়া কতটা সম্ভব, কতটা জোরের সঙ্গে ভোটে লড়তে পারবেন সাধারণ নেতা কর্মীরা তানিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
তবে সূত্রের খবর, জেলের অন্দরে চন্দ্রবাবু নাইডু দলের নেতাকে জানিয়েছেন, তিনি জেলে রয়েছেন। সেক্ষেত্রে দলের হয়ে প্রচার করা সম্ভব নয়। দলের পক্ষ থেকে তাঁকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়। এরপরই তিনি এনিয়ে মতামত দেন বলে খবর।
প্রসঙ্গত ২০১৪ সালে তেলেগু দেশম পার্টি ১৫টা আসন পেয়েছিল। ২০১৮ সালে বিধানসভা ভোটে দুটি আসন পেয়েছিল। তবে তারপর বিধায়কদের একাংশ দলত্যাগ করেন।
এদিকে চন্দ্রবাবু গ্রেফতার হওয়ার পরে তাৎপর্যপূর্ণভাবে বিআরএস একেবারে মুখ কুলুপ এঁটেছে। এরপর বিআরএসের প্রতিও তিতিবিরক্ত টিডিএস। এমনকী চন্দ্রবাবুর গ্রেফতারি নিয়ে বিআরএস কোনও প্রতিবাদসভাও করেনি।সব মিলিয়ে হতাশ চন্দ্রবাবুর দল।
এদিকে এবার ভারত রাষ্ট্রসমিতি নতুন করে ক্ষমতায় ফিরে আসতে একেবারে মরিয়া। তারা বলতে শুরু করেছেন, আমরা ভালো কাজ করেছি। আমরা ফিরে আসব। অন্যদিকে বিরোধীরা বলতে শুরু করেছেন, আমরা ১০ বছর সময় দিয়েছি। এবার ক্ষমতা ছাড়তেই হবে।
জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধানকে গ্রেফতার করা হয়েছিল। নান্দিয়াল জেলার পুলিশ এবং সিআইডি তাঁকে গ্রেফতার করে। সুতরাং জামিন না মেলায় এখনও তিনি জেলে। তবে এবার তেলেঙ্গানা ভোটে লড়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল তাঁর দল।