বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লখিমপুরেও চলল মোদী-যোগীর ‘ডবল ইঞ্জিন’, জেলার সবকটি আসনেই BJP-র জয়জয়কার

লখিমপুরেও চলল মোদী-যোগীর ‘ডবল ইঞ্জিন’, জেলার সবকটি আসনেই BJP-র জয়জয়কার

লখিমপুর কাণ্ডে আটজনের মৃত্যু হয়েছিল (ফাইল ছবি) (HT_PRINT)

Lakhimpur Kheri Result: কৃষক আন্দোলনের প্রভাব পড়েনি উত্তরপ্রদেশের ভোটের উপর।

উত্তর প্রদেশে ২০২২ সালের বিধানসভা নির্বাচন সাতটি ধাপে সম্পন্ন হয় গত ৭ মার্চ। তারপরই প্রকাশিত হয় একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা। সেই সমীক্ষাতেই দাবি করা হয়েছিল যে রীতি ভেঙে বিজেপি উত্তরপ্রদেশে ফের একবার সরকার গঠন করবে। দেখা গেল সেই পূর্বাভাসই সঠিক প্রমাণিত হল। এমনকি কৃষক আন্দোলনের মতো ইস্যু বিজেপির জয় ঠেকাতে পড়েনি। এর জেরে ৩৫ বছর পর টানা দ্বিতীয়বার কোনও দল সরকার গঠন করল উত্তরপ্রদেশে।

বৃহস্পতিবার নির্বাচনী ফলাফল প্রকাশ শুরু হলেই সবার নজর ছিল পশ্চিম উত্তরপ্রদেশের দিকে। বিশেষ করে লখিমপুর খেরির দিকে নজর ছিল দেশের। এখানেই কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। তবে এই লখিমপুর খেরি জেলার ৮টি আসনেই জিতল বিজেপি। ২০১৭ বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি এই জেলার আটটি বিধানসভা আসনেই জিতেছিল। এবারও সেই জয়ের ধারা অব্যাহত রাখল গেরুয়া শিবির।

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে লখিমপুর খেরি কাণ্ডে দীর্ঘদিন জেলে ছিলেন। অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সংসদে সরব হয়েছিলেন বিরোধীরা। তবে এর কোনওকিছুর প্রভাবই উত্তরপ্রদেশ নির্বাচনের উপর পড়েনি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিজেপির জোট এদিন ২৭০টি আসনে এগিয়ে বা জয়ী। এদিকে সমাজবাদী পার্টি এগিয়ে ১২৮টি আসনে। অপরদিকে সমাজবাদী পার্টি এগিয়ে ১টি আসনে এগিয়ে। কংগ্রেস জিতেছে মাত্র ২টি আসনে।

বন্ধ করুন