বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > ময়নায় অশোক দিন্দার গাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে

ময়নায় অশোক দিন্দার গাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের দিকে

গাড়ির কাচ ভেঙেছে

ইট লাগে অভিষেক দিন্দার পিঠেও। যন্ত্রণার নিয়ে প্রাণ বাঁচাতে গাড়ির সিটের নীচে আশ্রয় নেন তিনি। তৃণমূলের ইটের আঘাতে এক বিজেপিকর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে।

দ্বিতীয় দফার ভোটপ্রচারের শেষ বেলায় আক্রান্ত হলেন আরও এক বিজেপি প্রার্থী। এবার ময়নায় আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। মঙ্গলবার দুপুরে তাঁর গাড়ির ওপর তৃণমূল দুষ্কৃতীরা ইট ছোড়ে বলে অভিযোগ। ইট লাগে দিন্দার পিঠে। তৃণমূলের হামলায় এক বিজেপিকর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

অশোক দিন্দার অভিযোগ, এদিন তাঁর প্রচারের সময় একই জায়গায় এসে পড়ে তৃণমূল প্রার্থী সংগ্রাম দলুইয়ের রোড শো। তাতে ছিলেন অভিনেত্রী নুসরত জাহান। সেই রো়ড শোর সঙ্গে থাকা তৃণমূলি গুন্ডারা তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করে। ইটের আঘাতে দিন্দার কালো স্করপিও গাড়ির কোনও কাচ আস্ত নেই।। অনেক জায়গায় বেঁকে গিয়েছে গাড়ির ধাতব পাত। 

ইট লাগে অভিষেক দিন্দার পিঠেও। যন্ত্রণার নিয়ে প্রাণ বাঁচাতে গাড়ির সিটের নীচে আশ্রয় নেন তিনি। তৃণমূলের ইটের আঘাতে এক বিজেপিকর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, গোষ্ঠীদ্বন্দের জেরেই হামলার মুখে পড়েছেন দিন্দা।

বন্ধ করুন