বাংলা নিউজ > ভোটযুদ্ধ > পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 > কমিশনেও থাবা বসাল করোনা, সরানো হল ‘‌পজিটিভ’ পর্যবেক্ষকদের

কমিশনেও থাবা বসাল করোনা, সরানো হল ‘‌পজিটিভ’ পর্যবেক্ষকদের

File photo: A view of the Election Commission of India building, Nirvachan Sadan, New Delhi. (Arvind Yadav/HT PHOTO) (HT_PRINT)

তাঁদের বদলি হিসেবে নতুন পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে

কমিশনেও এবার থাবা বসাল করোনা। তৃতীয় দফার নির্বাচনের আগেই সরানো হল একাধিক করোনা পজিটিভ রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকদের।

নির্বাচন কমিশন সূত্রে খবর, বেশ কয়েকজন রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষক করোনা পজিটিটিভ হওয়ার কারণে তাঁদের সরাতে হয়েছে। সেই সমস্ত পর্যবেক্ষকদের করোনা রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই তাঁদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, তাঁদের বদলি হিসেবে নতুন পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে।

সূত্রের খবর, পুরুলিয়ায় ও দক্ষিণ ২৪ পরগনার দুই পর্যবেক্ষকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপরই তড়িঘড়ি তাঁদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরাজ্যে দায়িত্বে আসার পর যেহেতু তাঁদের সংক্রমণ ধরা পড়েছে, নিয়ম মেনেই আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে তাঁদের।

অন্য দিকে, এরাজ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকেও বেশ কয়েকজন পর্যবেক্ষকের আসার কথা ছিল। তাঁরাও আসতে পারছেন না—বলেই খবর। কমিশন সূত্রে খবর, কয়েকজন রিটার্নিং অফিসারেরও করোনা হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন সিইও দফতরের দু’একজন কর্মীও।

এরাজ্যের মানু্ষেরা যখন ভোট নিয়ে ব্যস্ত, তখন পাল্লা দিয়ে বাড়ছে করোনার গ্রাফ। একদিনে ১,২৭৪ থেকে বেড়ে আক্রান্তের সংখ্যা হল ১,৭৩৩। কলকাতায় ২৪ ঘণ্টায় ৪০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫১৩। এভাবে চলতে থাকলে ২০২০ সালের রেকর্ডকেও ছাপিয়ে যাবে ২১—এর করোনা সংক্রমণের হার বলেই মনে করছেন চিকিৎসকরা।

বন্ধ করুন