বাংলা নিউজ > বিষয় > Corona positive
Corona positive
সেরা খবর
সেরা ভিডিয়ো
করোনা নীতি নিয়ে চিনের শি জিনপিং সরকার একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। দেশ 'জিরো করোনা'র নীতিতে এগিয়ে চলেছে সরকার। আর তা বাস্তবায়িত করতে চিনে কোভিড আক্রান্তদের ধাতব বক্সের মতো ঘরে রাখা হচ্ছে। এক ভাইরাল ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)-তে এই ছবি উঠে এসেছে। জানা গিয়েছে, কোভিড আক্রান্তদের এভাবেই কোয়ারেন্টাইনে রাখছে চিন। সেখানে মহিলা ও শিশুদেরও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে তীব্র সমালোচনা সোশ্যাল মিডিয়া জুড়ে।