আসন্ন বিধানসভা নির্বাচনে বাম–কংগ্রেস জোট নিয়ে অবশেষে সিদ্ধান্তে এল দুই দল। ২০১৬–এর নির্বাচনে ৭৭টি আসনে জিতেছিল কংগ্রেস–বামফ্রন্টের ধর্মনিরপেক্ষ–গণতান্ত্রিক জোট। সোমবার বৈঠকে সেই ৭৭টি আসনেই এক নিশ্চিত রফায় এসেছে পশ্চিমবঙ্গের অন্যতম ২ বিরোধী দল। তবে সে ক্ষেত্রে আপাতত আসনের নিরিখে এগিয়ে রয়েছে কংগ্রেস।
এদিন বৈঠক শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘গতবারের নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জয় পেয়েছিলেন ৪৪টি আসনে। আর ৩৩টি আসন দখলে রাখে বামেরা। আমাদের জোটের জেতা এই আসনগুলিতে সংশ্লিষ্ট জয়ী দলই প্রার্থী দেবে।’ অর্থাৎ ৭৭টি আসনের মধ্যে ৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস এবং ৩৩টি আসনে প্রার্থী দেবে বামেরা।
৭৭টি আসনের ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তে পৌঁছনোর পর বাম–কংগ্রেসের হাতে রয়েছে আরও ২১৭টি আসন। এই বিরাট পরিমাণ আসনের ভাগ কার দখলে কতটা থাকবে তা নিয়ে ফের ২৮ জানুয়ারি, বৃহস্পতিবার আলোচনায় বসবে বামফ্রন্ট ও কংগ্রেস। জানা গিয়েছে, এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সে কারণেই বাকি আসনগুলি নিয়ে এদিন আলোচনা এগোয়নি।
এদিনের বৈঠক শেষে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানান, ‘আপাতত ২০১৬–র বিধানসভা নির্বাচনে জেতা আসনগুলিতে আমরা প্রার্থী দেব বলে ঠিক করা হয়েছে। আসন ভাগাভাগির ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করছি, ৩১ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব।’