অভিনেতা দম্পতি বিক্রান্ত মাসে এবং শীতল ঠাকুর বুধবার দিলেন সুখবর। অনলাইনে জানালেন, জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান। ইনস্টাগ্রামে দুজনে একটি যৌথ পোস্ট শেয়ার করে সুখবরটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিক্রান্ত ঘোষণা করেছিলেন যে তিনি এবং শীতল তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। ইনস্টাগ্রামে বিক্রান্ত এই উত্তেজনাপূর্ণ খবরটি ভাগ করে নেওয়ার জন্য একটি সৃজনশীল পোস্ট দিয়েছিলেন। যাতে ছিল তাঁদের বিয়ের ছবি ও তিনটি সেফটিপিন। যার মধ্যে দুটি সেফটিপিন পাশাপাশি বড় ও একটি ছোট। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা সন্তানসম্ভবা। ’
বুধবার তাঁরা জানালেন, কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান, একটি ফুটফুটে রাজপুত্র। ছোট ছেলের ছবি প্রকাশ্যে না আনলেও একটি কার্ড শেয়ার করেছেন। যাতে লেখা, ‘৭.০২.২০২৪- আমরা এক হলাম। আমাদের ছেলের আগমন ঘোষণা করতে পেরে আমরা আনন্দ ও ভালোবাসায় উচ্ছ্বসিত। লাভ, শীতল আর বিক্রান্ত।’
এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে শোভিতা ধুলিপালা লিখেছেন, ‘বাধাই হো (অভিনন্দন)!!’ রাশি খান্না লিখলেন, ‘অভিনন্দন মাসে’। রসিকা দুগ্গল মন্তব্য করেছেন, ‘দারুণ। অভিনন্দন বন্ধুরা। অনেক ভালোবাসা’। ভূমি পেডনেকর লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। তাহিরা কাশ্যপ বলেছেন, ‘অভিনন্দন’।
দীর্ঘ প্রেমের পর, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন বিক্রান্ত ও শীতল। এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে সব নিয়মনীতি মেনে হয়েছিল সামাজিক বিয়ে। ওয়েব সিরিজ 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর প্রথম সিজনে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেখান থেকেই আলাপ। তারপর বন্ধুত্ব। তারপর মন দেওয়া নেওয়া। ২০১৯ সালে হয়ে গিয়েছিল বাগদান। তবে করোনা মহামারির কারণে বিয়ে পিছিয়ে যায় অনেকখানি।
বিক্রান্তকে সম্প্রতি আমার বিধু বিনোদ চোপড়া পরিচালিত হিট ছবি 'টুয়েলফথ ফেল'-এ দেখেছি। ছবিতে রয়েছেন মেধা শঙ্করও। অনুরাগ পাঠকের একটি বই অবলম্বনে, টুয়েলফথ ফেল তৈরি করা হয়েছে মনোজ কুমার শর্মার জীবনের উপরে। যিনি চরম দারিদ্র্যকে জয় করে আইপিএস অফিসার হয়েছিলেন। চলচ্চিত্রটি তাঁর সেই জার্নির উপর আলোকপাত করে এবং কীভাবে তার স্ত্রী, আইআরএস অফিসার শ্রদ্ধা জোশী তাঁর উত্থানে সহায়ক ভূমিকা পালন করেছিলেন, দেখানো হয় তাও। মনোজের ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত এবং শ্রদ্ধার ভূমিকায় অভিনয় করেছেন মেধা। গত বছরের ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় টুয়েলফথ ফেল।
রাশি খান্না ও ঋদ্ধি ডোগরার সঙ্গে কাজ করবেন, দ্য সবরমতী রিপোর্টে। বালাজি মোশন পিকচার্স নিবেদিত এই ছবি ভিকি ফিল্মস প্রযোজিত। এটি ৩ মে পর্দায় আসবে।