রবিবার ৩ মার্চ কলকাতার বুকে একটি জমাটি সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হল। নেতাজি ইনডোরে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে রূপম ইসলামের ব্যান্ড ফসিলস, নগর বাউল, জেমস পারফর্ম করে। তবে রুপমের ফসিলসের অনুষ্ঠানের ভিডিয়ো এদিন নজর কেড়ে নেয় সবার।
ফসিলসের অনুষ্ঠানে নজরকাড়া মুহূর্ত
এদিন ফসিলসের অনুষ্ঠানে বরাবরের মতো রূপম ইসলাম গেয়ে ওঠেন হিট গান হাস্নুহানা। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে গলা মেলান বহু মানুষ। নিভিয়ে দেওয়া হয় নেতাজি ইনডোর স্টেডিয়ামের সমস্ত আলো। উপস্থিত সকলে জ্বালিয়ে নেন তাঁদের ফোনের ফ্ল্যাশলাইট। এবং সেই পরিবেশে সকলে রূপমের সঙ্গে গলা মেলান। নিমেষে ভাইরাল হয়েছে অনুষ্ঠানের সেই ভিডিয়ো। বহু মানুষ শেয়ার করেছেন সেই ভিডিয়ো। ভিউজ ছাড়িয়েছে লক্ষাধিক।
আরও পড়ুন: 'বেহায়া মহিলা একেবারে...' চাহালকে ছেড়ে কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ পোজ ধনশ্রীর, চটে লাল নেটপাড়া
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন লেখেন, 'মৃত্যুর আগে মানুষের মুখে দু ফোটা জল দেয় এটা ভেবে যে তার মৃত্যুটা একটু হলেও বেদনা মুক্ত হবে। আমার ধারণা যদি এই মুহূর্তটায় আমার মৃত্যু ঘটে তবে সেই শান্তির মৃত্যু আমি বারবার ফিরে পেতে চাই যতই যন্ত্রনা হোক না কেন মরার আগে একবার হরিনামের বদলে হাসনুহানা শুনতে চাই।' আরেক ফসিলস ভক্ত লেখেন, 'পুরো ড্রাগসের নেশার মতো কাজ করে গানটা।' তৃতীয় ব্যক্তি লেখেন, '৮০০০ মানুষের একসাথে ৮০০০ ফোন লাইট নিয়ে ওয়েভ, এই দৃশ্য পশ্চিমবঙ্গে হতে পারে শুধু তাও ফসিলসের জন্য।'
অনুষ্ঠানের পর এদিন বেশ কিছুটা সময় রূপম ইসলামকে জেমসের সঙ্গে কাটাতে দেখা যায়। পোস্ট করেন সেই আলাপচারিতার ছবিও। প্রসঙ্গত জেমস হলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক।
আরও পড়ুন: গল্প করতে করতেই শুরু নাচ! শাহরুখ - রিহানার যুগলবন্দিতে জমল অনন্ত - রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান!
রূপমের বিতর্ক
কিছুদিন আগে একটি শোয়ের পর বিতর্কে নাম জড়ায় রূপম ইসলামের। সেলফির আবদার করলে তিনি এক ভক্তকে গাল মন্দ করে ওঠেন। সেটা নিয়ে বিস্তর হইচই হয়েছিল। গায়ক নিজের পক্ষ রাখেন একটি শোতে। জানান প্রতি শোয়ের পর ২০ মিনিট সময় তাঁর ব্যক্তিগত সময়। তখন যেন কেউ তাঁকে বিরক্ত না করেন।