সারা আলি খান এবার স্বাধীনতা সংগ্রামী। আমাজন প্রাইম ভিডিয়োর আগামী ছবি অ্যায় ওয়াতান মেরে আওয়াতান ছবিতে তাঁকে দেখা যাবে। চলতি মাসেই মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে প্রকাশ্যে এল তার ৩ মিনিট লম্বা ট্রেলার।
আরও পড়ুন: বীর জারার গানে রোম্যান্টিক মুডে শাহরুখ, স্ত্রী গৌরীকে নিয়ে নাচলেন জমিয়ে, দেখুন ভিডিয়ো
অ্যায় ওয়াতান মেরে আওয়াতান ছবির ট্রেলার
অ্যায় ওয়াতান মেরে আওয়াতান ছবিটি ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। সেখানে একজন স্বাধীনতা সংগ্রামীর বেশে দেখা গেল ঊষা অর্থাৎ সারা আলি খানকে। তিনি বদ্ধপরিকর দেশ থেকে যেন তেন প্রকারেন ইংরেজদের তাড়াতে। হ্যাঁ, তাঁর বাবার মতের বিরুদ্ধে গিয়েও। তিনি গান্ধীর মতাদর্শে বিশ্বাসী। গান্ধীর দেওয়া ডু অর ডাই স্লোগান হল মূল মন্ত্র।
এমন সময় দেশের নাগরিককে জাগাতে, স্বাধীনতার মন্ত্র ছড়াতে এবং গোটা দেশকে এক সুতোয় বাঁধতে চালু করল একটা রেডিয়ো স্টেশন। আর সেটাই হয়ে উঠল ভারতের নিজের রেডিয়ো চ্যানেল। তারপরই ইংরেজরা ক্ষেপে উঠল তাঁকে ধরার জন্য। তারপর? সেটা নিয়েই এই ছবি।
এখানে সারা আলি খানকে একজন কলেজ পড়ুয়ার বেশে দেখা যাবে। যাঁর বয়স মাত্র ২২। কিন্তু দেশের জন্য প্রাণ দিতে সর্বদা প্রস্তুত।
আরও পড়ুন: গল্প করতে করতেই শুরু নাচ! শাহরুখ-রিহানার যুগলবন্দিতে জমল অনন্ত - রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান!
আরও পড়ুন: আসছে আইপিএলের মরশুম, তার আগেই ধোনির সঙ্গে খোশমেজাজে আরিয়ান, করলেন কী আলোচনা?
অ্যায় ওয়াতান মেরে আওয়াতান ছবি প্রসঙ্গে
এই ছবিটি আগামী ২১ মার্চ মুক্তি পাচ্ছে। তবে বড় পর্দায় নয়। এটি আসছে ওটিটি মাধ্যমে। করণ জোহর ছবিটির প্রযোজনা করেছেন। সঙ্গে অপূর্ব মেহেতা এবং সোমেন মিশ্রও প্রযোজনার দায়িত্ব সামলেছেন। কন্নন আইয়ার পরিচালনা করেছেন ছবিটির। সারা আলি খান ছাড়াও এখানে অন্যান্য ভূমিকায় দেখা যাবে অভয় ভার্মা, স্পর্শ শ্রীবাস্তব, সচিন খেদেকর, আনন্দ তিওয়ারি, প্রমুখ।