সদ্যই সাত পাকে বাঁধা পড়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাঁদের মধ্যে বয়সের বিস্তর ফারাক। ৫৩ বছরের কাঞ্চন বছর ২৭ এর শ্রীময়ীকে বিয়ে করায় তাঁদের শুনতে হয়েছে হাজারো কটাক্ষ। চলেছে ট্রোলের বন্যা। কিন্তু জানেন কি অভিনেত্রী আগেই আভাস দিয়েছিলেন যে তাঁর বয়স্ক লোক পছন্দ স্বামী হিসেবে।
বিয়ের প্রসঙ্গে কী জানালেন শ্রীময়ী?
কিছুদিন আগে মাকে নিয়ে দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন শ্রীময়ী চট্টরাজ। সেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় তাঁকে জিজ্ঞেস করেছিলেন তাঁর স্বপ্নের রাজকুমার আছেন কিনা? বা কেমন মনের মানুষ চাই। এই প্রশ্ন শুনে শ্রীময়ী সটাং উত্তির দিয়েছিলেন, 'মনের মানুষ বা স্বপ্নের রাজকুমার নেই। তবে আমি চাই আমার বর একটু বয়স্ক হোক।' তাঁর সেই কথা শুনে অন্যান্যরা এমনকি রচনা বন্দ্যোপাধ্যায় নিজেও হেসে ফেলেন। তারপর অভিনেত্রী ব্যাখ্যা করে জানান, ‘হ্যাঁ, বয়স্ক হলে আমায় কেয়ার করবে। বাবাগো বাছাগো করবে। সেটাই আমার পছন্দের।’
আরও পড়ুন: এবার এসফিএফের ছাতায় ফ্যাব ফোর! সৃজিত সহ চার বড় পরিচালকের সঙ্গে ছবির ঘোষণা
আরও পড়ুন: বীর জারার গানে রোম্যান্টিক মুডে শাহরুখ, স্ত্রী গৌরীকে নিয়ে নাচলেন জমিয়ে, দেখুন ভিডিয়ো
কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে
২ মার্চ সন্ধ্যায় দুই পরিবার এবং আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হল তাঁদের। দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাঁদের বিয়ের আসর। সেখানে সমস্ত নিয়ম আচার সেরে বিয়ে করলেন তাঁরা। শ্রীময়ী জানিয়েছেন তিনি নিজেই তাঁর বিয়ের বেনারসি ডিজাইন করেছেন। এই বিষয়ে কাউকে ভরসা করেননি তিনি। বিয়ের রাতে তাঁকে লাল বেনারসির সঙ্গে গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, আকন্দ ফুলের মালায় দেখা যায়। অন্যদিকে কাঞ্চন পরেছিলেন সাদা পঞ্জাবি এবং ধুতি, তাতে ছিল লাল পাড়ের কাজ। কেবল নিয়ম আচার বা পোশাকে নয়। তাঁদের বিয়ের মেনুতেও এদিন আছে ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া। জানা গিয়েছে থাকবে পোলাও, মাটন, ইত্যাদি।
আরও পড়ুন: আসছে আইপিএলের মরশুম, তার আগেই ধোনির সঙ্গে খোশমেজাজে আরিয়ান, করলেন কী আলোচনা?
গত ১০ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন। তারপর আর দেরি করেননি। বরং ভালোবাসার দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরে নেন শ্রীময়ীর সঙ্গে। এরপর ২ মার্চ করলেন সোশ্যাল ম্যারেজ।