যুবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা ফের বিতর্কে জড়ালেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। সেটার কারণেই তাঁকে বিস্তর কটাক্ষ সহ্য করতে হয়।
কী করেছেন যুবেন্দ্র চাহালর স্ত্রী ধনশ্রী?
জনপ্রিয় কোরিওগ্রাফার প্রতীক উটেকরের সঙ্গে সম্প্রতি একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন ধনশ্রী। তাঁদের সেই ছবি দেখেই ক্ষেপে গিয়েছেন নেটিজেনরা। ভারতীয় ক্রিকেটারের ভক্তরা রীতিমত তুলোধনা করেছেন তাঁকে। পড়েছেন চরম কটাক্ষের মুখে।
আরও পড়ুন: এবার এসফিএফের ছাতায় ফ্যাব ফোর! সৃজিত সহ চার বড় পরিচালকের সঙ্গে ছবির ঘোষণা
আরও পড়ুন: গল্প করতে করতেই শুরু নাচ! শাহরুখ-রিহানার যুগলবন্দিতে জমল অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান!
কী ঘটেছে আসলে?
ঝলক দিখলা যা ১১ এর ফিনালে অনুষ্ঠিত হল কিছুদিন আগেই। সেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন যুবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী। এই শোয়ের সঞ্চালনা করতেন ফারাহ খান। এই শোয়ের ফিনালেতে এসে বিখ্যাত কোরিওগ্রাফার প্রতীকের সঙ্গে ছবি তোলেন ধনশ্রী। সেটাই তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু নেটিজেনদের দাবি তাঁরা নাকি অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে ছবিটি তুলেছেন যা তাঁদের মোটেই পছন্দ হয়নি।
কী করেছেন ছবিতে? প্রতীককে ধনশ্রীর পিছনে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারের স্ত্রীকে জাপটে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আর সলজ্জ হাসিমুখে চোখ বুজে পোজ দিয়েছেন ধনশ্রী। এই ছবিটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কে কী লিখছেন?
সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এই ছবিটি পোস্ট করে লেখেন, 'চাহালের জন্য খারাপ লাগছে। পুরুষ হওয়া খুবই কঠিন।' কেউ আবার লেখেন 'আমি তো আমার বউয়ের সঙ্গেও এমন ঘনিষ্ঠ ছবি পোস্ট করব না সোশ্যাল মিডিয়ায়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটা যদি যুবেন্দ্র করত তাহলে ধনশ্রীর প্রতিক্রিয়া কী হতো? সবাই কেন ভুলে যায় পুরুষরাও মানুষ হয়। জঘন্য লোকজন একেবারে। এগুলো বন্ধ হওয়া উচিত।'