এক অনন্য রবীন্দ্র জয়ন্তীর সাক্ষী থাকল গোটা সোশ্যাল মিডিয়া। নাচ এমন একটা শিল্প যার সঙ্গে পুরুষ, নারী নির্বিশেষে সকলেই যুক্ত থাকেন। কিন্তু কোনও স্কুলে পুরুষ নৃত্যগুরু? উহু খুব একটা দেখা যায় না। দক্ষিণ চব্বিশ পরগনার একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে তেমনটাই দেখা গেল। শুধু সেটা নয়, সেই নৃত্য শিক্ষক এবং তাঁর তত্ত্বাবধানে ছাত্রীদের অনবদ্য রবীন্দ্র জয়ন্তী পালন দেখে মুগ্ধ নেটপাড়া। বাহবায় ভরে গিয়েছে ফেসবুক।
কিছুদিন আগেই মহাসমারোহে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এমনকি পাড়াতেও আয়োজিত হয়েছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তেমনই এই স্কুলে রবীন্দ্র জয়ন্তী আয়োজন করা হয়েছিল। সেখানেই নাচ করতে দেখা যায় এক শিক্ষককে।
এই স্কুলের ফেসবুক পেজের তরফে দুদিন আগে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে এটার ভিউজ ২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ভিডিয়োর শুরুতে এক শিক্ষককে মধুর ধ্বনি গানটিতে নাচ করতে দেখা যায়। তাঁদের মুদ্রা, ভঙ্গিমা থেকে এক্সপ্রেশন এতটাই সুস্পষ্ট, এবং সুন্দর যে সেটা সকলের মন কাড়তে বাধ্য। এই গান শেষ হতে না হতেই তাঁর সঙ্গে যোগ দেয় একদল ছাত্রী। তাঁদের সঙ্গে মিলে তিনি তুমি রবে নীরবে গানটিতে নাচ করেন। আশপাশে আরও বিভিন্ন ক্লাসের, বিভিন্ন বয়সের ছাত্র ছাত্রীদের দেখা যায়।
এই কোরিওগ্রাফি, নাচ দেখে সকলেই মুগ্ধ হয়েছেন। বিপুল প্রশংসিত হয়েছে এটি। এক ব্যক্তি লেখেন, 'কি অপূর্ব উপস্থাপনা, নৃত্য শিক্ষককে কুর্ণিশ জানাই। এমন পোশাকেও যে অতি সচ্ছন্দে রাবীন্দ্রিক আঙ্গিকে এতো কমনীয়তার সঙ্গে নৃত্য পরিবেশন করা যায় এটি আমি প্রথম দেখলাম। অনবদ্য!'
আরেক নেট নাগরিকের মতে, 'নৃত্য শিক্ষককে ধন্যবাদ জানাতেই হয়। খুবই সুন্দর ও সামাজিক অনুষ্ঠান বাচ্চা দের নিয়ে। এটাই উচিত।' আরেকজন লেখেন 'খুব সুন্দর। এভাবেই অনাড়ম্বর ভাবেই কবি ছড়িয়ে পড়ুন ছোটদের মাঝে।'