2/6বন্ধু-পরিবার আর টলিউডের সহকর্মীদের নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান হল মিষ্টির। একই সঙ্গে হলুদ মাখানো হল রেমোকেও। উপস্থিত ছিলেন রিমঝিম মিত্র, তন্বী লাহা রায়-রা। হলুদ রঙের লেহেঙ্গা আর সঙ্গে গোলাপি ওড়ানায় সেজেছিলেন মিষ্টি, সঙ্গে নকল ফুলের গয়না।
3/6বউয়ের সঙ্গে ম্যাচিং পোশাকে সেজেছিলেন রেমোও। সবুজ-হলুদের কম্বিনেশনের পোশাক পরে হবু বর এসেছিলেন গায়ে হলুদের অনুষ্ঠানে। বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্বও আসে এদিন।
4/6গায়ে হলুদের দিন হাতে মেহেন্দিও হল মিষ্টির। ১৮মে রেজিস্ট্রি করে বিয়ে হবে মিষ্টি আর রেমোর। হবে মালাবদল আর সিঁদুরদানও। তবে কোনও নিয়মানুষ্ঠান করা হবে না। দুই পরিবারের পক্ষ থেকেই এদিন রাখা হবে রিসেপশন পার্টি। টেলিভিনের বহু খ্যাতনামা মুখ হাজির থাকবেন এদিন।
5/6রেমো আর মিষ্টির সম্পর্ক প্রায় ১৪ বছরের। অভিনেত্রীর হবু বরের রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। সঙ্গে একটি প্রোডাকশন হাউজও চালান। প্রেমিকের সঙ্গে ছবি গ্রুপে শেয়ার করলেও যুগলে ছবি এর আগে সামনে আনেননি। দিনকয়েক আগেই রেমোর গালে চুমু খেয়ে হবু বরের সঙ্গে সবার আলাপ করান।
6/6রেমোর সঙ্গে এই ছবিটি শেয়ার করেছিলেন মিষ্টি গত সপ্তাহে। হাতে গোলাপের তোড়া, রোমোকে জড়িয়ে ধরে আছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, ‘লজ্জায় লাল’। সত্যিই বেশ লজ্জা পাচ্ছে মিষ্টির বর।