টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী ত্রিধা চৌধুরী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের ‘মিশর রহস্য’ থেকে অভিনয় জগতে পথ চলা শুরু করেন। জনপ্রিয় ওয়েব সিরিজ 'আশ্রম'-এ ববিতা বৌদির চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। এই সিনেমায় ববি দেওয়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে রীতিমতো দর্শকদের ঘাম ছুটিয়েছিলেন ত্রিধা।
সোশ্যাল নিজের বোল্ড লুকের জন্য দারুন জনপ্রিয় অভিনেত্রী। সাহসী পোশাকে ছবি পোস্ট করতে কখনও পিছপা হন না। এবার হোলির আগে ত্রিধার পুরনো একটি মিউজিক ভিডিয়ো ভাইরাল। গত বছর রঙের উৎসবের আগেই মুক্তি পেয়েছিল অভিনেত্রীর এই ভোজপুরি মিউজিক ভিডিয়ো। গানে জনপ্রিয় ভোজপুরি স্টার পবন সিংয়ের সঙ্গে চুটিয়ে রঙ খেলতে দেখা যাচ্ছে বাঙালি অভিনেত্রী ত্রিধাকে। হোলি স্পেশাল এই গানের নাম ‘ববুনি তারে রঙে মে’।
আর দিন কয়েক পরেই রঙের উৎসব। আর হোলির আগেই ত্রিধার এই পুরনো মিউজিক ভিডিয়ো নেটমাধ্যমে হু হু করে ভাইরাল। এই গানে ভোজপুরী ফিল্মের অভিনেতা এবং গায়ক পবন সিং এবং ত্রিধা চৌধুরী একসঙ্গে হোলি খেলতে দেখা গিয়েছে। নেটমাধ্যমে ফের একবার চর্চায় এই বাঙালি অভিনেত্রী।