বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ও মিথ্যেবাদী, বিষাক্ত’! অনুরাগে চটলেন অভয়…

‘ও মিথ্যেবাদী, বিষাক্ত’! অনুরাগে চটলেন অভয়…

অনুরাগে চটে অভয়…

‘আমি আসলে সুন্দর হৃদয়ের মানুষ, তবে যদি কেউ তার সুবিধা নিতে যায়, তখন ফল ভালো হয় না। অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করে আমার যথেষ্ট একটা শিক্ষা ছিল। উনি বিষাক্ত, খারাপ মনের, তাই আমি এখন ওকে এড়িয়ে চলি। উনি যা বলেছেন সব মিথ্যে। আমি অন্যদেরও ওঁর সম্পর্কে সতর্ক করব। ও আসলে গ্যাসলাইটারের মতো।’

অনুরাগ কাশ্যপ মিথ্যেবাদী, বিষাক্ত মানুষ।  পরিচালক বন্ধু অনুরাগের উপর বেজায় চটলেন অভিনেতা অভয় দেওল। Netflix-এর সিরিজের ‘ট্রায়াল বাই ফায়ার’-এর প্রচারে অনুরাগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভয়। পুরনো একটি ঘটনার জেরেই সম্প্রতি ফের বচসায় জড়িয়েছেন অনুরাগ ও অভয়।

ঠিক কী ঘটেছে?

২০২০-তে এক সাক্ষাৎকারে, অনুরাগ বলেছিলেন, 'দেব ডি-র সময় অভয় দেওলের সঙ্গে কাজ করা দায় হয়ে উঠেছিল। অনুরাগের অভিযোগ, অভিনেতা শৈল্পিক ছবিতে কাজ করতে চেয়েছিলেন, আবার মূলধারার বাণিজ্যিক ছবিগুলির মতো সুবিধা এবং দেওল হওয়ার বিলাসিতাও চেয়েছিলেন। প্রসঙ্গ অভয় হলেন অভিনেতা সানি দেওল এবং ববি দেওলের তুতো ভাই এবং বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের ভাগ্নে। সাক্ষাৎকারে অনুরাগ দাবি করেন, দেব ডি-ছবিট বাজেট কম ছিল, ছবির শ্যুটিংয়ের সময় সমস্ত কলাকুশলীরা যেখানে দিল্লির পাহাড়গঞ্জে থাকতে রাজি ছিলেন, সেখানে অভয় দেওলের দাবি ছিস পাঁচতারা হোটেল। অনুরাগের কথায়, এই ব্যবহারের কারণেই বহু পরিচালক অভয়কে এড়িয়ে চলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভয়কে অনুরাগের সেই পুরনো মন্তব্য নিয়েই প্রশ্ন করা হয়। আর তখনই অনুরাগের বিরুদ্ধে বিষেদাগার করেছেন অভয়। তাঁর কথায়, ‘আমি আসলে সুন্দর হৃদয়ের মানুষ, তবে যদি কেউ তার সুবিধা নিতে যায়, তখন ফল ভালো হয় না। অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করে আমার যথেষ্ট একটা শিক্ষা ছিল। উনি বিষাক্ত, খারাপ মনের, তাই আমি এখন ওকে এড়িয়ে চলি। উনি যা বলেছেন সব মিথ্যে। আমি অন্যদেরও ওঁর সম্পর্কে সতর্ক করব। ও আসলে গ্যাসলাইটারের মতো।’

<p>বামদিকে অভয় দেওল, ডান দিকে অনুরাগ</p>

বামদিকে অভয় দেওল, ডান দিকে অনুরাগ

অভয় দেওল অবশ্য জানান, ‘নিজের মন্তব্যের জন্য অনুরাগ আমার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। এটা অবশ্য উনি সবসময়ই করেন। অনুরাগ হলেন, এমন একজন মানুষ, যিনি বলেন আপনি আমার উপর চিৎকার করতে চান, চিৎকার…’। আর আমার ভাবখানা এমন, যে কোনও কিছুতেই আমার যায় আসে না। আমার কথায়, ১২ বছর হয়ে গেছে, আমার ভাবনার মধ্যেই উনি আর নেই। উনি ক্ষমা চেয়েছেন। তবে ওঁর জায়গায় আমি হলে জনসমক্ষে কোনও কিছু বলতামই না।'

প্রসঙ্গত ২০০৯ সালে অনুরাগের 'দেব ডি'-তে কাজ করেন অভয় দেওল। তারপর আর তাঁরা একসঙ্গে কোনও কাজ করেননি। 

 

বায়োস্কোপ খবর

Latest News

ভণ্ডামি জুনিয়র ডাক্তারদের, মাইনের সময় মমতাকে বিশ্বাস? ‘কুকথা’ মন্ত্রীর বিয়েতেই যত্ত ‘সমস্যা’! আটকে পাগল প্রেমীর কাজ, বাধ্য হয়েই ছোটপর্দায় ফিরছেন আদৃত? তৃতীয় ইনিংসেই 'এক দেশ, এক নির্বাচন' নীতি কার্যকর করবে মোদী সরকার, দাবি সূত্রের রাত পোহালেই আকাশ দখল, আরজি কর কাণ্ডের প্রতিবাদে ঘুড়িতে থাকছে উই ওয়ান্ট জাস্টিস লন্ডনে এড শিরানের সঙ্গে ম্যাজিক্যাল অরিজিৎ সিং, দেখুন সেই মুহূর্ত... ভারতীয় দলে ঢোকার পুরস্কার! আকাশ দীপ পেলেন বিরাট উপহার! আগে পেয়েছেন রিঙ্কু,শাহবাজ সবাই সমান সুযোগ পায় না-কোন ক্রিকেটারকে মুখের ওপর সটান বলেছিলেন গম্ভীর? ভয়াবহ টাইফুন আছড়ে পড়েছে চিনের সাংহাইতে, ঝড়-বৃষ্টির তাণ্ডব লালবাগচা রাজা দর্শনে শাহরুখ, কট্টরপন্থীরা লিখলেন,‘আপনি মুসলিম বলেই তো মনে হয় না' অস্ত্রোপচারের ৪ মাস পর মাঠে ফিরলেন শার্দুল ঠাকুর, ব্যর্থ নজর কাড়তে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.