বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhrajit Mitra: দেবী চৌধুরানীতে মিলে যাবে ইতিহাস-উপন্যাস, ইঙ্গিত মিলল পরিচালক শুভ্রজিতের কথায়

Subhrajit Mitra: দেবী চৌধুরানীতে মিলে যাবে ইতিহাস-উপন্যাস, ইঙ্গিত মিলল পরিচালক শুভ্রজিতের কথায়

দেবী চৌধুরানীতে মিলে যাবে ইতিহাস-উপন্যাস

Subhrajit Mitra: অভিযাত্রিকের দুর্দান্ত সাফল্যের পর নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এবার উপন্যাসের সঙ্গে তাঁর ছবিতে মিলে যাবে ইতিহাস। কী জানালেন নতুন কাজ সম্পর্কে?

অভিযাত্রিক খ্যাত পরিচালক শুভ্রজিৎ মিত্রর হাত ধরে উপন্যাসের পাতা থেকে আরও এক কালজয়ী চরিত্র এবার উঠে আসতে চলেছে পর্দায়। বহু চেনা, অথচ একদম নতুন আঙ্গিকে তিনি নিয়ে আসছেন দেবী চৌধুরানীকে। কিন্তু আচমকা দেবী চৌধুরানী কেন? নতুন ছবি নিয়ে এই সময়কে বিশেষ সাক্ষাৎকারে নানা অজানা তথ্য জানালেন তিনি।

পরিচালক জানান তিনি অভিযাত্রিক শুরুর আগেই মায়ামৃগয়া নিয়ে কাজ শুরু করে ছিলন। এরপর তিনি অভিযাত্রিক ছবিটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সেই ছবি মুক্তির পর তিনি দু তিনটি ছবি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন, এবং শেষ পর্যন্ত ঠিক করেন যে দেবী চৌধুরানী নিয়েই কাজ করবেন এবার। এই বিষয়ে তিনি বলেন, 'প্রবাসী এক প্রযোজনা সংস্থার সঙ্গে কথা এগোনোর পর ওঁরা জানালেন যে দেবী চৌধুরানী গল্পটাই বাংলা ছবিকে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য এই সময় একদম উপযোগী ছবি।' শুভ্রজিৎ এই বিষয়ে আরও বলেন, 'আমারও সেটাই মনে হয়েছিল কারণ সৃজনশীল বা ক্যানভাসের দিকে দেবী চৌধুরানী অনেক বড়। অভিযাত্রিক এর থেকেও বড় চ্যালেঞ্জ এটি।'

কিন্তু আচমকা জানা গল্প, যা একাধিকবার বড় ছোট পর্দায় এসেছে, সেটাকে নতুন করে বানানোর অর্থ কী? এই প্রসঙ্গে তিনি বলেন, 'এই গল্পে মূলত তিনটি জিনিস দিয়ে সাজানো হচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভ রেকর্ডসকে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ ১৭৭০ সাল থেকে ১৭৮০ সালের মধ্যে ছিয়াত্তরের মন্বন্তর থেকে ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর উল্লেখ। ১৮৭০ সালে যখন বঙ্কিমচন্দ্র এখানে জেলাশাসক হয়ে যান তিনি যা জানতে পেরেছিলেন সেই সময়ের বিষয়ে সেটাই তিনি তাঁর লেখার তুলে ধরেছিলেন। ফলে ঐতিহাসিক তথ্য পরত নিয়ে দর্শকদের সামনে নতুন কিছু নিয়ে আসতে চাই।' এই প্রসঙ্গে তিনি আরও একটি জরুরি কথা বলেন, 'বাঙালি তো আত্মবিস্মৃত জাতি। তাই এই হিস্টরিকাল রিকনস্ট্রাকশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তথ্য পৌঁছে দেওয়া জরুরি।'

শোনা যাচ্ছে এই ছবির জন্য নাকি ওয়ার্কশপ করাতে শ্যাম কৌশলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? এই বিষয়ে তিনি বলেন, 'শ্যাম জি ওঁর টিম নিয়ে শহরে আসবেন। অভিনেতা অভিনেত্রীদের ওয়ার্কশপ করাবেন অ্যাকশন দৃশ্যগুলোর।'

মুখ্য ভূমিকায় কি গুঞ্জন অনুযায়ী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে? এই বিষয়ে সোজাসুজি উত্তর দেন না পরিচালক। বরং ঘুরিয়ে বলেন, 'ছবিতে কে কোন চরিত্র করবেন এখনও সেটা চূড়ান্ত হয়নি। তবে প্রথম সারির অভিনেতাদের দিয়েই কাজ হবে। সেই মতো কথা এগিয়ে গিয়েছে।'

তাঁর কথা থেকে এটা স্পষ্ট যে এটি একটি বড় বাজেটের ছবি হতে চলেছে। এই বিষয়ে তাঁর কী মত? শুভ্র জিৎ বলেন, 'এখন প্রযোজকরা বাজেট নির্ধারণ করে দেন আগে। অবশ্য বাংলা ছবির ব্যবসার দিকে তাকালে ওঁদের দোষ দেওয়া যায় না। তবে পরিচালক হিসবে আমি কেবল গল্পটাই বলতে পারি। এই ছবিটা ছয়টা ভাষায় ডাবিং করে মুক্তির ভাবনা আছে। দরকারে তিন চারটে গল্প ভেবে বিনিয়োগ খুঁজতে রাজি। তবে বড় বাজেট মানেই বলিউড থেকে অভিনেতা আনা হবে এমনটা নয়। টলিউডের অভিনেতা অভিনেত্রীরা কোনও অংশে কম নন। এই ছবিতে বাঙালি শিল্পীরাই কাজ করবেন কারণ চরিত্রগুলো বাঙালি।'

বায়োস্কোপ খবর

Latest News

স্যালাইন কাণ্ডের নেপথ্যে কারা?‌ মারাত্মক ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল হজ ২০২৫ চুক্তিকে স্বাগত জানালেন মোদী, কতজনের কোটা হল এবার? খাঁটি পাঞ্জাবি মেয়ে আমি.. লোহরি প্রসঙ্গে আর কী বললেন নিমরত কৌর টাকা চাইতে মঞ্চে প্রতিযোগী এল ১০ লাখের জুতো পরে, হতবাক শার্করা! ‘সত্য়ি জিনিসটা উভলিঙ্গ তো, ওর পুং হরমোনগুলো…', ঠিক কী আছে সৃজিতের ছবির ট্রেলারে ‘‌রেয়াত করা হবে না’‌, মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ স্বাস্থ্যসচিবের উপর, স্যালাইন কাণ্ডে ১০০ ঘণ্টার ‘ব্লক’, ১৭৬ লোকাল ট্রেন বাতিল শিয়ালদা লাইনে, রইল তালিকা, বাড়বে গতি ‘আমি যখন বিজেপি কর্মী হিসাবে এখানে আসতাম, ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হত...’ 'ভারত হাসিনাকে …' কাঁটাতারে অ্যালার্জি! রেগে ফায়ার রিজভি কর্ণাটকের হার বাঁচিয়ে দিলেন রাহুল দ্রাবিড়ের ছেলে! শতরানের ইনিংস খেললেন অনভয়

IPL 2025 News in Bangla

IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা পিছিয়ে গেল PSL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.