বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek Bachchan: ছোটবেলায় আমজাদ আলি খানের কাছে সরোদ শিখতাম, তবে মাঝপথেই ছেড়ে দিতে হয়: অভিষেক

Abhishek Bachchan: ছোটবেলায় আমজাদ আলি খানের কাছে সরোদ শিখতাম, তবে মাঝপথেই ছেড়ে দিতে হয়: অভিষেক

ওস্তাদ আমজাদ আলি খানের কনসার্টে ঐশ্বর্য-অভিষেক

অভিষেক বচ্চন জানিয়েছেন ছোটবেলায় আমজাদ আলি খানের কাছে সরোদ বাজানো শিখতেন অভিষেক। লিখেছেন, শৈশবে তিনি আমান, আয়নের সঙ্গে আমিও 'গুরু' আমজাদ আলি খানের কাছে একসঙ্গে সরোদ শিখতাম। তারপরে আমি সুইজারল্যান্ডের বোর্ডিং স্কুলে চলে গেলে আর সরোদ শেখা হয়ে ওঠেনি, মাঝ পথেই ছেড়ে দিতে হয়।

উস্তাদ আমজাদ আলি খানের মুম্বইয়ের কনসার্ট। সেই কনসার্টে অংশ নিয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। শনিবার সেই কনসার্টেরই এক টুকরো মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেক। সেখানে আমজাদ আলি খানের সঙ্গে তাঁর দুই ছেলে আমান আলি খান এবং আয়ান আলি খান এবং দুই নাতি আবির ও জেহানকেও দেখা গিয়েছে। তবে শুধু ছবি পোস্ট নয়, সঙ্গে ছোটবেলার এক অজানা স্মৃতিও শেয়ার করেছেন অভিষেক।

শনিবারের কনসার্ট প্রসঙ্গে অভিষেক বচ্চন লিখেছেন, ‘এটা একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা, একই সঙ্গে পাণ্ডিত্য, প্রতিভা, সংস্কৃতি, ও ঐতিহ্যে সংমিশ্রণের সাক্ষী হয়ে থাকলাম। আমান আলি, আয়ান আলির সঙ্গে তরুণ জেহান ও আবীরকে যেভাবে সরোদ বাজাতে দেখলাম, তাতে বোঝাই যাচ্ছে ওরাও পারিবারিক ঐতিহ্যকে বয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে ওরাও সরোদ নিয়ে পাণ্ডিত্য অর্জন করবেন।

উস্তাদ আমজাদ আলি খানও ইনস্টাগ্রামে কনসার্টের ছবিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে তাঁর দুই ছেলে এবং নাতিকে নিয়ে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। অভিষেক এবং ঐশ্বর্য দুজনকেই নীল রঙের ট্রাডিশনাল পোশাকে দেখা যায়। 

অভিষেক বচ্চন জানিয়েছেন ছোটবেলায় আমজাদ আলি খানের কাছে সরোদ বাজানো শিখতেন অভিষেক। তবে কেন তিনি সরোদ শেখা বন্ধ করে দিলেন, সেকথাও জানিয়েছেন অভিষেক। লিখেছেন, শৈশবে তিনি আমান, আয়নের সঙ্গে আমিও 'গুরু' আমজাদ আলি খানের কাছে একসঙ্গে সরোদ শিখতাম। তারপরে আমি সুইজারল্যান্ডের বোর্ডিং স্কুলে চলে গেলে আর সরোদ শেখা হয়ে ওঠেনি, মাঝ পথেই ছেড়ে দিতে হয়।

অভিষেক বচ্চনকে ধন্যবাদ জানিয়ে আয়ন আলি খান অভিষেকের পোস্টে লিখেছেন ‘সব সময় ভালবাসা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। তিন প্রজন্মকে একই মঞ্চে ভাগাভাগি করতে দেখার এটি একটি বিরল সুযোগ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনার যদি সরোদ ভালো লাগে তাহলে এখনও সেটা শিখতে পারেন। শুভ কামনা।’

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.