বাংলা নিউজ > বায়োস্কোপ > রণদীপ হুডার সঙ্গে প্রার্থনায় মগ্ন পোষ্য সারমেয়, ভাইরাল ছবি

পোষ্য সারমেয়-র সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা রনদীপ হুডা। ছবিতে নিষ্ঠা ভরে পুজো করতে দেখা গেছে অভিনেতাকে। পাশাপাশি তাঁর পোষ্যকেও একইভাবে নিষ্ঠাভারে পুজোয় অংশ নিতে দেখা গেছে। 

ছবি পোস্ট করে ক্যাপশনে রণদীপ জানিয়েছেন, ‘সাবধানী সংস্কারী কুকুর! #Bambi #MondayMotivation #DogsOfInstragam #adoptdontshop.’ ছবিতে রণদীপকে ঠাকুরের সামনে জোড় হাতে প্রার্থনা করতে দেখা যায়। ঠিক তারপাশে পোষ্য সারমেয়কে হাত দুটো টেবিলের উপরে তুলে নমস্কার করতে দেখা গেছে।

অভিনেতার ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। অভিনেতা আদিল হোসেন সহ আরো অনেককে ছবিতে কমেন্ট করতে দেখা যায়। নেটমাধ্যমে দারুণ সক্রিয় রণদীপ। প্রায়শই নিজের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

কিছুদিন আগে ভাইরাল হয়েছে অভিনেতার নয় বছরের পুরনো একটি ভিডিয়ো। সেখানেই বলিউড অভিনেতাকে বর্ণবিদ্বেষী, অপমানজনক লিঙ্গ বৈষম্যমূলক, অশ্লীল ঠাট্টা করতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়বতীকে নিয়ে। আর তারপরেই অভিনেতার বিরুদ্ধে সরব হয়েছেন নেটনাগরিকরা। যার ফলে রাষ্ট্র সংঘের পরিযায়ী বন্য প্রাণীদের সংরক্ষণের জন্য প্রচারকের পদ থেকে সরানো হয় তাঁকে।

 

 

বন্ধ করুন