বাংলা নিউজ > বায়োস্কোপ > Shane Warne Biopic: ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময়ে কী করে ফেললেন? ওয়ার্নের বায়োপিকের তারকারা হাসপাতালে

Shane Warne Biopic: ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময়ে কী করে ফেললেন? ওয়ার্নের বায়োপিকের তারকারা হাসপাতালে

শেন ওয়ার্নের বায়োপিকের শ্যুটিংয়ে কী হল?

Shane Warne Biopic: চলছে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের বায়োপিকের কাজ। সেই ছবির এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোট পেলেন তারকারা। কী হয়েছিল সেখানে?

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের বায়োপিকের কাজ চলছে। তারই এক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছিলেন দুই তারকা অ্যালেক্স উইলিয়াম এবং সিমোনে কালাহান। সেখানেই ঘটে গেল অঘটন। আর তার জেরে দু’জনকে নিয়ে যেতে হল হাসপাতালে। কী ঘটেছে সেখানে?

গত বছর আচমকাই প্রয়াত হন প্রবাদপ্রতীম লেগস্পিনার শেন ওয়ার্ন। খেলাধূলার জগতে তাঁর অবদানের কথা তো কখনও ভোলা যাবে না। কিন্তু শুধুমাত্র সেই কারণেই নয়, আরও নানাবিধ কারণে আলোচনায় থেকেছেন এই বিখ্যাত মানুষটি। তার মধ্যে অন্যতম হল, তাঁর ব্যক্তিগত জীবন। তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে, যৌনসম্পর্ক সম্পর্কে নানা কথা রঙিন আকারে পরিবেশিত হয়েছে সংবাদমাধ্যমে, সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকী সে সবের জেরে খেলার জগত থেকেও দূরে থাকতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে বিতর্ক কখনও তাঁর পিছু ছাড়েনি। মৃত্যুতে সে সবরে ইতি হয়েছে ঠিকই, কিন্তু এমনই এক অদ্ভুত ঘটনা আবার ফিরে এল তাঁরই বায়োপিক শ্যুটিংয়ের সময়ে। কী হয়েছে সেখানে?

(আরও পড়ুন: মা’কে নিয়ে কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের ছবি! পরিচালকের আসনে সদ্য-যুবক লিজ-পুত্র)

হালে তাঁর বায়োপিকের কাজ বেশ রমরমিয়ে চলছিল। কাজ প্রায় শেষের মুখে। বাকি আছে মাত্র কয়েকটি দৃশ্যেরই। এরই মধ্যে একটি দৃশ্য ছিল শেন ওয়ার্ন এবং তাঁর স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত। সেই দৃশ্যেই অভিনয় করছিলেন অ্যালেক্স উইলিয়াম এবং সিমোনে কালাহান। সেই দৃশ্যেই অভিনয় করতে গিয়ে মারাত্মক চোট পান তাঁরা। শেষ পর্যন্ত তাঁদের হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। কী করেছেন তাঁরা?

জানা গিয়েছে, দৃশ্যটা কিছুটা এরকম ছিল, যেখানে দেখা যাবে, দু’জনেই প্রচণ্ড উত্তেজিত। পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ হতে হতে তাঁরা মাটি থেকে ঝাঁপ মারবেন বিছানায়। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁরা যখন ঝাঁপটি মারেন, গিয়ে পড়েন সোজা মেঝেতেই। এর ফলে মুখ এবং হাত ফেটেছে দুই তারকারই। চোখেও চোট পেয়েছেন অ্যালেক্স। শরীরের অন্যান্য অংশেও চোট রয়েছে। তবে আঘাত বিরাট গুরুতর নয়। আপাতত হাসপাতালে ভর্তি তাঁরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, খুব তাড়াতাড়িই তাঁদের ছেড়ে দেওয়া হবে। ফলে ছবির শ্যুটিংয়ের কাজও বেশি দিন থেমে থাকবে না বলেই আশা নির্মাতাদের। 

চলতি বছরের মধ্যে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়ার কথা। আগামী বছরে এই ছবি মুক্তি পেতে পারে। ইতিমধ্যেই এই ছবি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। অনেকেরই ধারণা ওয়ার্নের জীবনের বহু বিতর্কিত দিকই ধরা পড়বে এই ছবিতে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

গণইস্তফা আরজি করের সিনিয়র ডাক্তারদের! 'জুনিয়রদের অনশন নিয়ে চোখ বুজে আছে সরকার' ২৭ বছর পরে এমন সাফল্য, মুম্বইয়ের রাস্তায় ট্রফি হাতে রাহানে-সরফরাজদের উত্তাল নাচ নিউ ইয়র্কের গিয়েও মহা বিড়ম্বনায়! সেখানেও সেই 'হাওয়াই চটি'ই ভরসা গায়িকা সঞ্চিতার ঢোল-তাসা-স্লোগানে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাল দিল্লি! আনন্দে নেচে উঠলেন সূর্য ডায়মন্ডহারবার পুলিশ জেলার ডগ স্কোয়াড আরও শক্তিশালী, নতুন দুই সদস্যের নাম কী? অক্টোবর ৫ রাশির জন্য হতে চলেছে সৌভাগ্যর, লক্ষ্মীর কৃপায় এরা ধন সম্পদে হবে সমৃদ্ধ ‘সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক’ ভোটের রেজাল্ট আপডেট করছে না কমিশন, পিছিয়ে পড়তেই দাবি কংগ্রেসের, হাসছে বিজেপি! গণনা শেষের আগে হার মানলেন মেহবুবার মেয়ে, কুলগামে ফের লাল ঝান্ডা ওড়ালেন তারিগামি পুলিশ-ডাকাতের ইঁদুর-বিড়ালের দৌড়ে আবিরকে ছাপিয়ে গেলেন 'বহুরূপী' শিবপ্রসাদ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.