বাংলা নিউজ > বায়োস্কোপ > Nushrratt Bharuccha: ‘ভাগ্যিস ভারতে থাকি’, প্রাণে বাঁচতে লুকিয়ে ছিলেন হোটেলের বেসমেন্টে! ইজরায়েল আতঙ্ক কাটছে না নুসরতের

Nushrratt Bharuccha: ‘ভাগ্যিস ভারতে থাকি’, প্রাণে বাঁচতে লুকিয়ে ছিলেন হোটেলের বেসমেন্টে! ইজরায়েল আতঙ্ক কাটছে না নুসরতের

নুসরতের বার্তা 

Nushrratt Bharuccha: হামাসের হামলায় রাতারাতি ধ্বংসস্তূপ ইজরায়েল, বোমের শব্দে ঘুম ভাঙে নুসরতের। হোটেলের বেসমেন্টে ৩৬ ঘন্টা লুকিয়ে প্রাণে বাঁচেন নায়িকা। সুরক্ষিত দেশে ফিরে মুখ খুললেন নায়িকা। ধন্যবাদ জানালেন ভারত সরকারকে। 

নিজের ছবি ‘অকেলি’-এর জন্য ইজরায়েলে হাইফা ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছেছিলেন অভিনেত্রী নুসরত ভারুচা। আচমকাই বদলে যায় পরিস্থিতি। ইজরায়েলের উপর হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। চারিদিকে বোমার শব্দ, ধ্বংসস্তূপ আর রক্তের বন্যার মধ্যেই ঘুম ভাঙে নুসরতের। প্রাণে বাঁচতে তেল হাবিবের সেই হোটেলের বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন নুসরত। ভারতীয় সরকারের হস্তক্ষেপে সুরক্ষিত দেশে ফেরেন অভিনেত্রী। দেশের মাটিতে পা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পরিস্থিতিতে ছিলেন না নুসরত।

অবশেষে মঙ্গলবার ভিডিয়ো বার্তা জারি করে অনুরাগীদের আশ্বস্ত করলেন নুসরত। জানালেন ‘এখন আমি একদম সুরক্ষিত রয়েছি’। কিন্তু আতঙ্কের ৩৬ ঘন্টা কেমন ছিল? শুক্রবার রাতে ইজরায়েলের হোটেলে নৈশভোজ সারেন, এরপর ঘুমোতে যান। সকালে ঘুম ভাঙে বোমার শব্দে। নুসরত বলেন, ‘আজ যখন সকালে নিজের বাড়িতে ঘুম থেকে উঠলাম, বোমের শব্দ ছিল না। অনুভব করলাম আমরা কত ভাগ্যবান। আমি সত্যি ভাগ্যবান যে আমরা ভারতের মতো দেশে জন্মেছি। আমরা এখানে সুরক্ষিত। আমি সত্যি ধন্যবাদ জানাতে চাই ভারত সরকারকে, ভারতীয় দূতাবাসকে, ইজরায়েলি দূতাবাসকে- যাঁদের সহায়তা এবং সাহায্য়ে আমি সুরক্ষিত নিজের দেশে ফিরতে পেরেছি। একইসঙ্গে আমার প্রার্থনা যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য, যেন দ্রুত এই পরিস্থিতি বদলে যায়, শান্তি ফিরে আসে’। 

দীর্ঘ বিবৃতিতে নুসরত লিখেছেন, ‘ওই ৩৬ ঘণ্টা আমার সারা জীবন মনে থেকে যাবে। এটা আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা কখনওই ভুলতে পারব না।’

বরুণ ধাওয়ান, মণীশ মালহোত্রা, হর্ষবর্ধন কাপুর-সহ ইন্ডাস্ট্রির বন্ধুরা নুসরতের পোস্টে মন্তব্য করেছেন। নুসরত যে সুরক্ষিত দেশে ফিরেছেন, তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলছন সকলেই।

আকেলি ছবিতে নুসরতের সঙ্গে অভিনয় করেছেন ইজরায়েলি অভিনেতা সাহি হালেভি ও আমির বোট্রাসও ছিলেন। সেই ছবির প্রিমিয়ারেই ইজরায়েল পৌঁছেছিলেন নুসরত। ইজরায়েলের নানান ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরেও দেখেন নায়িকা। শনিবারই ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাঁর, অথচ ঘন্টা খানেকের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। নুসরত তাঁর বিবৃতিতে জানান, তেল হাবিবের যে হোটেলে তিনি ছিলেন সেখান থেকে ভারতীয় দূতাবাস মাত্র ২ কিমি দূরে অবস্থিত, অথচ সেই দূরত্ব অতিক্রম করাও কার্যত অসম্ভব ছিল। রাস্তায় হামাস জঙ্গিরা নির্বিচারে হত্যালীল শুরু করেছে! নুসরত লেখেন, ‘তখন ধীরে ধীরে বুঝতে পারছি যে ফ্লাইট ধরতে তো পারবই না, উল্টে যুদ্ধবিধ্বস্ত দেশে আটকে পড়ব। আমরা তখন সাহায্যের আশায় সর্বত্র ফোন করতে শুরু করি’।

তেল আভিভের হোটেল থেকে বেরিয়ে বেন গুরিওঁ বিমানবন্দরে পৌঁছনো সহজ ছিল না। ভারতের উদ্দেশে বিমান যখন রওনা দেয়, সেটা 'স্বর্গীয় অনুভূতি' বলেই মনে হয়েছিল নুসরতের। 

 

বায়োস্কোপ খবর

Latest News

কোরি অ্যান্ডারসনের আগে এই ৪ ক্রিকেটার ২টি দেশের হয়ে T20 বিশ্বকাপ খেলেছেন তোয়ালে জড়িয়ে কড়া রোদে বসে, Jolly LLB 3-র শ্যুটিংয়ের ফাঁকে এ কী হাল অক্ষয়ের ধুবরি লোকসভা কেন্দ্র ২০২৪: চতুর্থবার জিততে মরিয়া আজমল, জানুন অতীতে কী হয়েছিল কর্মীর কৃতকর্মের দায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের, পর্যবেক্ষণে বলল সুপ্রিম কোর্ট ৭ দিনে ১১৫০ টাকা কমেছে সোনার দাম, আজ তিলোত্তমায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু? শতাব্দীর গাড়ি দেখে ‘চোর ধরো’ স্লোগান BJPর, উনি তো TMCর আদি চোর, বললেন দেবতনু কোন বয়স পেরোলে আপনি বুড়ো? কত বছর বয়স থেকে শুরু হয় বার্ধক্য? কী বলছে গবেষণা কলকাতা মেট্রোয় খুলল নয়া 'পথ', বড় সুবিধা পাবেন যাত্রীরা, রইল বিস্তারিত তথ্য কনের মাথায় মুকুট, বরের গলায় ফুলের মালা, আদরে-সোহাগে আশীর্বাদ হল আদৃত-কৌশাম্বির ইংল্যান্ডের আদালতে বন্ধ হল বরিস বেকারের দেউলিয়াত্ব সংক্রান্ত মামলা

Latest IPL News

‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.