সালটা ২০১৬। আমেরিকান ব্যবসায়ী জেনে গুডেনাফকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রীতি জিন্টা। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তান আসে দম্পতির কোল আলো করে। ১৯৯৮ সালে 'দিল সে...' দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন প্রীতি। বিয়ের পর সংসার, স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। এরপরই পর্দা থেকে দূরে ক্রমশও দূরে সরে আসেন নায়িকা।
লাহোর ১৯৪৭-এর শ্যুটিং শুরু
যদিও নতুন খবর, ফের রুপোলি পর্দায় কামব্যাক করছেন প্রীতি। ছবির নাম 'লাহোর ১৯৪৭'। এই ছবির জন্য় শ্যুটিও শুরু করেছেন তিনি। পরিচালক রাজকুমার সন্তোষীর আসন্ন ছবি 'লাহোর ১৯৪৭'। প্রীতি জিন্টা ছাড়াও ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল, এবং মোনা সিং-এর পাশাপাশি সানি দেওলকে প্রধান চরিত্রে দেখা যাবে এই সিনেমায়।
শ্যুটিং শুরু করলেন প্রীতি
আইপিএল দল পাঞ্জাব কিংসের মালিক প্রীতি। যে কারণে তিনি প্রায়ই স্টেডিয়ামে আসেন তাঁর দলকে সমর্থন করতে। সম্প্রতি, একটি ম্যাচ চলাকালীন প্রীতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, কারণ ভক্তরা বিশ্বাস করতে পারেননি এই বয়সেও তিনি এত সুন্দরী। নতুন ছবির শুটিং শুরু করেছেন এবং সেট থেকে রাজকুমার সন্তোষীর সঙ্গে প্রথম ছবিও শেয়ার করেছেন প্রীতি।
প্রীতি জিন্টা প্রসঙ্গে
'সংঘর্ষ', 'দিল্লাগি', 'কেয়া কেহনা', 'দিল চাহতা হ্যায়', 'বীর জারা'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে 'ওয়েলকাম টু নিউইয়র্ক'-এ দেখা গিয়েছিল তাঁকে, নায়িকা হিসেবে। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি অনেক ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।
লাহোর ১৯৪৭-এ সানি দেওল
আমির খান, সানি দেওল এবং রাজকুমার সন্তোষীর প্রথম সহযোগিতাকে চিহ্নিত করে 'লাহোর ১৯৪৭'। সন্তোষী যখন সানি দেওলকে মুখ্য চরিত্রে নিয়ে ছবিটি পরিচালনা করবেন, আমির খান সেখানে প্রযোজক। একাধিক সূত্রের দাবি, অতিথি শিল্পী হিসেবে মুখ দেখাতে পারেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। যদিও এই বিষয়ে কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি।
কী জানিয়েছেন সানি দেওল
গদর ২-এর অভাবনীয় সাফল্যের পর 'লাহোর ১৯৪৭'-ই হবে সানির প্রথম কাজ। এছাড়াও একাধিক প্রোজেক্টে তাঁর নাম উঠে এলেও, অভিনেতার তরফে কেবলমাত্র এটিকেই শিলমোহর দেওয়া হয়েছে। বলেন, ‘গদর বেরনোর পর থেকেই এটা চলছে। এই পার্ট টু করছে, ওই পার্ট টু করছে। আরে বাবা কত পার্ট টু করব! বাজারে যা চলছে বেশিরভাগই গুজব। আমি নিজেই ঘোষণা দেব। মানুষ আসলে জল্পনা কল্পনা করতে পছন্দ করে। তবে লাহোর ১৯৪৭ করছি।’