বাংলা নিউজ > বায়োস্কোপ > Rachana Banerjee: মেকআপ ছাড়া আপনি তো দেখছি 'বুড়ি'! ট্রোলের মুখে রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana Banerjee: মেকআপ ছাড়া আপনি তো দেখছি 'বুড়ি'! ট্রোলের মুখে রচনা বন্দ্যোপাধ্যায়

রচনা বন্দ্য়োপাধ্যায়

মঙ্গলবার বেড়ানোর কিছু মুহূর্তের ছবি পোস্ট করে রচনা লিখেছেন, ‘শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য..পথচারী অঞ্চল এবং পার্ক সারাজেভোকেএকটি মনোরম এবং অনন্য স্থান করে তোলে।’ রচনার পোস্টে উঠে এসেছে পার্ক সারাজেভোর নানা দৃশ্য। 

কাজের ব্যস্ততা রয়েছেই, তারই ফাঁকে যখনই সুযোগ পান বেড়াতে বেরিয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়। দেশ-বিদেশ বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান ছেলেকে নিয়েই। কখনও দেশ, কখনও আবার বিদেশ। সম্প্রতি ইউরোপে ছুটি কাটাতে গিয়েছেন রচনা। এবারও তাঁর সঙ্গী ছেলে রৌনক।

বিদেশে ছুটি কাটানোর নানান ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছেলে রৌনক ছাড়াও অভিনেত্রীর আরও কিছু বন্ধুবান্ধবকেও দেখা গিয়েছে। মঙ্গলবার বেড়ানোর কিছু মুহূর্তের ছবি পোস্ট করে রচনা লিখেছেন, ‘শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য..পথচারী অঞ্চল এবং পার্ক সারাজেভোকেএকটি মনোরম এবং অনন্য স্থান করে তোলে।’ রচনার পোস্টে উঠে এসেছে পার্ক সারাজেভোর নানা দৃশ্য। প্রসঙ্গত সারাজেভো হল বসনিয়া ও হার্জেগোভিনার রাজনৈতিক, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বলকান অঞ্চলের সংস্কৃতির একটি বিশিষ্ট শহর।

আরও পড়ুন-কানে রাতপার্টিতে কালো অফ শোল্ডার ড্রেসে গর্জাস, সারার লুকে থমকে গেল নেটপাড়া

আরও পড়ুন-পরেছেন শিফন শাড়ি, আর ন্যাড়া মাথায় মেহেন্দি করে চমকে দিলেন অস্কারজয়ী হলিউড তারকা

আরও পড়ুন-'গরমে রাস্তায় মাথার টিকি যখন পাখা হয়ে ওঠে', মজার ভিডিয়ো পোস্ট করলেন অমিতাভ বচ্চন, কী বলছে নেটপাড়া?

এদিকে গত ১৫ মে ইউরোপ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে বেশকিছু ছবি দিয়েছিলেন রচনা। যে ছবিতে বিমানবন্দরে মেকআপ ছাড়াই দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর তাতেই ট্রোল হতে হয়েছে তাঁকে। কেউ লিখেছেন, ‘মেকআপ ছাড়া তো আপনাকে চেনাই যায় না দেখছি!’ কারোর কথায়, ‘টেলিভিশনের পর্দায় মেকআপ করে থাকেন বলে চেনা যায় না।’ কারোর মন্তব্য ‘বুড়ি হয়ে গিয়েছেন যে।'

রচনার পোস্ট থেকেই জানা যাচ্ছে, টানা ২ সপ্তাহ ছুটি কাটাতে ইউরোপ সফরে গিয়েছেন রচনা বন্দ্য়োপাধ্যায়। অভিনেত্রী তথা সঞ্চালিকা নিজেই জানিয়েছেন ফিরে এসে ফের কাজ শুরু করবেন। প্রসঙ্গত, 'দিদি নম্বর ওয়ান'-এর দৌলতে জনপ্রিয় সঞ্চালিকা হলেন রচনা। তবে বহুদিন হল বাংলা ছবিতে দেখা যায়নি তাঁকে। শেষবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'রামধনু' ছবিতে দেখা গিয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

বন্ধ করুন