বাংলার আনাচে কানাচে কত গল্প, কত ইতিহাস ছড়িয়ে আছে। তার কতটুকুই বা আমরা জানি। বিশেষ করে যদি সেটা কালীপুজো কেন্দ্রিক হয়। এক এক মন্দিরে এক এক রকমের গল্প জড়িয়ে আছে। এক এক বাড়ির ইতিহাসে জড়িয়ে রয়েছে এক এক রকমের গল্প। কোনটা শুনলে গায়ে কাঁটা দেয়, কোনটা আবার মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। আপনিও যদি কালীপুজোর নানা অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে সেই সুযোগ করে দিচ্ছেন জি বাংলা সিনেমা এবং অদিতি মুন্সী।
কালীপুজোর অজানা কথা শোনাবেন অদিতি
বাংলায় দীর্ঘদিন ধরেই পূজিত হয়ে আসছেন দেবী কালী। অনেকেই শক্তির আরাধনা করেন। বহু বাড়িতেই প্রতিষ্ঠিত থাকেন তিনি। কিন্তু কবে, বাংলার কোথায় শুরু হয়েছিল কালীপুজো। কালীমূর্তি, সাধকদের কালীসাধনা আর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা মন্দিরের অজস্র কাহিনী নিয়ে আসছেন অদিতি মুন্সী জি বাংলা সিনেমায়। কোথায় দেবীমূর্তি নাচের ভঙ্গিমায় থাকেন, কোথায় দেবীকে ক্ষ্যাপাকালী বলে এসব কাহিনিই এই আলোর উৎসবের মরশুমে শোনাবেন অদিতি মুন্সী।
ইতিমধ্যেই ‘সকালের সুরে’-এর এই বিশেষ পর্বগুলোর সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ পর্বগুলো। চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। সকাল ৮টা থেকে দেখা যাবে এই শো।
আরও পড়ুন: আদিপুরুষ নিয়ে পাল্টি খেলেন মনোজ, বললেন, 'ওটা বড় ভুল ছিল, লোকজনের রাগ হওয়া...'
শুধুই কালীপুজোর ইতিহাস নয়, এই অনুষ্ঠান থেকে জানতে পারবেন শ্যামাসঙ্গীত মূলত কমলাকান্তের কালীর বিষয়ে। বাদ যাবে না কলকাতার ঐতিহ্যবাহী মন্দির, বাঁকুড়া,বীরভূম থেকে আসানসোলের নানা মন্দিরের অলৌকিক গাঁথা।
সকালের সুরে প্রসঙ্গে
ইতিমধ্যেই জি বাংলা সিনেমার সকালের শো, 'সকালের সুরে' গল্পের জাদুতে আর গানের সুরে সুরে জিতে নিয়েছে বহু মানুষের মন। পুরাণের বহু জানা-অজানা কাহিনি, রামায়ণ-মহাভারতের কাহিনি ও বিভিন্ন আধ্যাত্মিক গল্পের সঙ্গে বাঙালির চিরন্তন প্রিয় গান দিয়ে সাজানো এই অন্যরকম অনুষ্ঠানটির সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন অদিতি মুন্সী। কয়েকদিন আগেই ১০০তম এপিসোডের মাইলস্টোন পার করেছে এই অনুষ্ঠানটি। ফলে এমন অবস্থায় দাঁড়িয়ে কালীপুজোর সময় এই বিশেষ পর্বগুলো যে এই অনুষ্ঠানকে আরও বিশেষ করে তুলবে সেটা বলাই বাহুল্য।