বাংলা নিউজ > বিষয় > Kali pujo
Kali pujo
সেরা খবর
সেরা ভিডিয়ো

বিশাল আকৃতির দেবী প্রতিমা। উচ্চতা ৩৫ ফুট। বাঁকুড়ার তালডাংরা ব্লকের কোলি গ্রামে, মাকালী সংঘের উদ্যোগে তৈরি নজরকাড়া এই প্রতিমা। স্বাভাবিকভাবেই, এত উঁচু প্রতিমা আগে দেখেননি এই গ্রামবাসী। কমিটির সদস্য, বাসিন্দাদের মধ্যে তাই গভীর আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। কোলি গ্রামের মানুষজনই এই বিশাল মূর্তিটি নির্মাণ করেছেন। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাইরের শিল্পীরাও নির্মাণে হাত লাগিয়েছেন, প্রতিমার সূক্ষ্ম কারুকাজে বিশেষ নজর দিয়েছেন।