আর তিন সপ্তাহও হাতে নেই! ৯ই মে গাঁটছড়া বাঁধতে চলেছেন মিঠাই খ্যাত তারকা আদৃত রায় ও তাঁর অনস্ক্রিন দিদিয়া কৌশাম্বি চক্রবর্তী। আর কোনও লুকোচুরি নয়, বরং নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন নায়িকা। ভালোবাসার মানুষের হাত ধরে ছাদনাতলায় কৌশাম্বি, বেজায় এক্সাইটেড ‘ফুলকি’র পারোমিতা। আরও পড়ুন-আদৃত-কৌশাম্বির বিয়ের আগে একজোট মোদক পরিবার! বাদ শুধু ‘মিঠাই’ সৌমিতৃষা, আইবুড়ো ভাত নাকি?
রবিবার রাতে আদৃতের বাড়িতে একজোট হয়েছিল মোদক পরিবার, তবে দেখা মেলেনি সৌমিতৃষার। আদৃত-কৌশাম্বির বিয়ের তোড়জোড়ের মাঝেই মিঠাই পরিবারকে একফ্রেমে দেখে এক্সাইটেড ফ্যানেরা। অনেকের ধারণা বোধহয় আইবুড়ো ভাত পর্ব শুরু হয়ে গেল। এবার প্রকাশ্যে এল আদৃত-কৌশাম্বির বিয়ের কার্ড।
সবরকম নিয়ম মেনেই বিয়েটা সারবেন দুজনে। সেইমতো বিয়ের কার্ড বিতরণের পালা শুরু হয়েছে। ভ্যাপসা গরমে বিয়ে, খুব বেশি জাঁকজমক করতে চান না তাঁরা। তবে কাছের মানুষরা আমন্ত্রিত থাকবেন এই বিয়েতে। আদৃতের এক ফ্যান পেজের তরফে প্রকাশ্যে এসেছে সেই বিয়ের কার্ড। প্যাস্টেল শেডের উপর ছিমছাম বিয়ের কার্ড। লাল অক্ষরে লেখা ‘ওয়েডিং ইনভিটেশন’, নীচে আঁকা প্রজাপতি। নীচে লেখা হয়েছে কৌশাম্বি ওয়েডস আদৃত। বোঝাই যাচ্ছে, মেয়ের বাড়ির তরফে এই বিয়ের কার্ড ছাপানো হয়েছে।
রবিবার রাতে মিঠাই পরিবারের আড্ডার ঝলক সোশ্যালে ভাগ করে নিয়েছেন আদৃত-কৌশাম্বি দুজনেই। এদিন দাদু-ঠাম্মি থেকে শুরু করে পরিবারের জুনিয়র সদস্যরাও পৌঁছেছিলেন। অভিনেতা কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস, ওমকার ভট্টচার্য, ফাহিম মির্জাদের দেখা মিলল, তবে আকর্ষণের কেন্দ্রে ছিলেন আদৃত-কৌশাম্বি।
নীল রঙা ক্রপ টপ আর ঢলা প্যান্টে দেখা মিলল আদৃতের হবু বউয়ের। সাদা হাফ শার্ট ও প্যান্টে পাওয়া গেল আদৃতকে।
আগামী ৯ই মে বিয়ে করছেন আদৃত-কৌশাম্বি। ২ দিন পর ১১ই মে বসবে রিসেপশনের আসর। জুটির বিয়ের প্রস্তুতি তুঙ্গে। নায়ক অবশ্য বিয়ে নিয়ে মুখ খোলেননি। বিয়েতে লাল বেনারসিতে সাজবেন কৌশাম্বি, আদৃত পরবেন পাঞ্জাবি। মেনুতে থাকছে কৌশাম্বির পছন্দের ফ্রিশ ফ্রাই আর বিরিয়ানি। সম্প্রতি জুটির এক অদেখা ছবি ভাইরাল হয়েছে, যেখানে গাড়ির ভিতর একফ্রেমে ধরা দিয়েছেন তাঁরা। তবে কি শপিং-এ ব্যস্ত হবু বর-কনে?
কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদৃত। ২০২২-এর ডিসেম্বরে বিয়ের তারিখও পাকা ছিল দুজনের। কিন্তু ভেস্তে যায় সেই বিয়ে, শোনা যায় আদৃত-কৌশাম্বির ঘনিষ্ঠতার জেরে ভাঙে সুপ্রিয়া-আদৃতের বহু পুরোনো প্রেম। মিঠাই শেষ হওয়ার আগেই আদৃত জানিয়েছিলেন, তিনি সম্পর্কে রয়েছেন। তাঁর মনের মানুষটি যে কৌশাম্বি তা আকারে-ইঙ্গিতে বোঝালেও কোনওদিন সরাসরি তা বলেননি। দুজনের সম্পর্ক নতুন ধাপে যাওয়ায় খুশি জুটির ভক্তরা। বিয়ের আসরে মিঠাই পরিবারের বাকিরা তো থাকবেন,কিন্তু সৌমিতৃষার কি দেখা মিলবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।