বাংলা নিউজ > বায়োস্কোপ > Dipankar Dey-World Cup: 'বাড়িতে যেন শোকের ছায়া...' ভারত হারার পর ভেঙে পড়েছেন দীপঙ্কর দে! খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ?

Dipankar Dey-World Cup: 'বাড়িতে যেন শোকের ছায়া...' ভারত হারার পর ভেঙে পড়েছেন দীপঙ্কর দে! খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ?

ভারত হারার পর ভেঙে পড়েছেন দীপঙ্কর দে

Dipankar Dey-World Cup: আবারও অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনালে হারল ভারত। তারপর থেকেই অনেক ভারতীয়র মতো মন খারাপ দীপঙ্কর দের। ভারতের পরাজয়ের পর কী বললেন অভিনেতা?

রবিবার ১৯ নভেম্বর ফিরে এল ২০০৩ এর ভয়ঙ্কর স্মৃতি। বিশ্বকাপের ফাইনালে আবারও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল ভারত। কোটি কোটি ভারতীয়র মতো এই পরাজয়ের পর মন খারাপ টলিউডের বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দের। টিম ইন্ডিয়ার পরাজয়ের পর কী বললেন অভিনেতা?

ভারত বিশ্বকাপের ফাইনালে হারার পর কী বলছেন দীপঙ্কর?

এবারের বিশ্বকাপে ভারত টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। কিছু কিছু ম্যাচে তো বিপুল ব্যবধানে জিতেছে তারা। ফলে অনেকেরই প্রত্যাশা হয়েছিল যে এবার রোহিতরা অবধ্য। এবার বিশ্বকাপ দেশেই থাকবে। কিন্তু সেটা যে এভাবে ভুল প্রমাণিত হবে কে জানত! তাই তো দেশের জয়ের আশায় রবিবার সকালেই বাজার থেকে মাংস আনিয়ে রেখেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। তাঁর শ্যালক অর্থাৎ দোলন রায়ের ভাইরা এদিন তাঁদের বাড়িতে এসেছিলেন যাতে সবাই একসঙ্গে বিশ্বকাপ দেখতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত সব আশা মাটি হয়ে যায়।

আরও পড়ুন: বিশ্বকাপ জিততে হলে ভারতীয় ক্রিকেট টিমে চাই রিভার্ভেশন! দাবি কন্নড় অভিনেতার

আরও পড়ুন: টুকটুক করে ৩৭৫ কোটির গণ্ডি পার 'টাইগার ৩'-এর, আটদিনে বিশ্বজুড়ে কত আয় করল সলমনের ছবি?

দোলন রায় তাঁর স্বামীর মনের কথা জানিয়েছে টিভি নাইনকে বলেন, 'সকাল থেকে খুব তোড়জোড় করেছিলাম বাড়িতে। টিভির সামনে তো অনেক আগে থেকেই বসে পরেছিলেন দীপঙ্কর। মাংস রান্না করলাম সবার জন্য। তারপর ১টার মধ্যে সবাই টিভির সামনে বসে পড়ি।' কিন্তু দেশ যখন হেরে যায় তখন কী অবস্থা হয়েছিল দীপঙ্কর দের? উত্তরে দোলন জানান, 'খুব হতাশ হয়েছেন। বাড়িতে এখন রীতিমত শোকের ছায়া। ভারতের হার দেখে একদম চুপ করে গিয়েছেন, যেন কীই না কী ঘটে গিয়েছে। দেশ হারার পর খাবার পর্যন্ত খাননি। মাংসটা পর্যন্ত ফ্রিজে তুলে রাখতে বলেন। রাতে খালি আলুসেদ্ধ ভাত খেয়েছেন।'

প্রসঙ্গত কিছুদিন আগে ভীষণ অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর দে। তবে অসুস্থ হলেও বিশ্বকাপের সমস্ত হালহকিকত তিনি রাখতেন। অনেকের মতো তিনিও এবার চেয়েছিলেন যাতে কুড়ি বছর আগের বদলা যেন টিম ব্লু নেয়। কিন্তু সেটা হল না।

ভারত বনাম অস্ট্রেলিয়া

১৯ নভেম্বর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেখানে প্রথম ব্যাট করতে নেমে ২৪০ রান তোলে ভারত। পরে চেজ করতে নেমে সহজেই সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এদিন মাঠে শাহরুখ খান, আশা ভোঁসলে, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রমুখ উপস্থিত ছিলেন।

বায়োস্কোপ খবর

Latest News

রাহুলের শিখ মন্তব্যে ‘হাতিয়ার’ পেল খলিস্তানি জঙ্গিরা! চাপে ফেলার চেষ্টা ভারতকে ২ জেলায় ২ নারী নির্যাতনের অভিযোগ, তৎপর পুলিশও, গ্রেফতার ৬ মাঞ্চুরিয়ান থেকে বিরিয়ানি, ইন্টারনেটে ভাইরাল ইউনিক এই সিঙাড়াগুলি বহুতল থেকে ঝাঁপ, প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল আরোরা! কারণ নিয়ে ধন্দ পাকিস্তানের মাটি থেকে পাওয়া আত্মবিশ্বাসকে ভারতের মাটিতে কাজে লাগাতে চান লিটন দাস ১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর গুগল এবং অ্যাপল ইইউর বিরুদ্ধে তাদের আদালতের লড়াইয়ে হেরে গেছে এবং শত শত কোটি জরিমানা ও কর বকেয়া রয়েছে রাধা অষ্টমীর পুজোর ভোগে নিবেদন করুন এই জিনিসগুলি, সমস্ত ইচ্ছা হবে পূরণ বাংলায় আরও ৫ টি পকসো বিশেষ আদালত, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সরকারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.