বাংলা নিউজ > বায়োস্কোপ > Ruplekha Mitra: নুসরতের পর ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি-র তলব আরও এক নায়িকাকে! কে এই রূপলেখা?

Ruplekha Mitra: নুসরতের পর ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি-র তলব আরও এক নায়িকাকে! কে এই রূপলেখা?

এবার তলব রূপরেখাকে 

Ruplekha Mitra: ২৪ কোটির ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরতের পর ইডি ডেকে পাঠল টলিপাড়ার আরও এক অভিনেত্রীকে। একই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন রূপলেখা মিত্র। 

ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় ইডি তলব করেছে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানকে। আগামী সপ্তাহে হাজিরা দিত হবে নুসরতকে, খবর ইডি সূত্রের। এর মাঝেই এই মামলাতেই তদন্তকারী সংস্থা ডেকে পাঠালো আরও এক অভিনেত্রীকে। নাম রূপলেখা মিত্র। 

নুসরতের মতো প্রথম সারির নায়িকা না হলেও টলিউডের পরিচিত মুখ রূপলেখা। খবর, রাকেশ সিং যে কোম্পানির মাথা ছিলেন সেই ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’-এর তিন জন ডিরেক্টর ছিলেন- রাকেশ সিং, নুসরত জাহান এবং রূপলেখা মিত্র। প্রথম দুজনের পর এবার তৃতীয় ডিরেক্টরকেও তলব করল ইডি। তদন্ত সূত্রে উঠে আসছে রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা নয়-ছয় করা হয়েছে রাকেশ সিং-এর কোম্পানি মারফত। টাকার অঙ্কটা ২০ কোটির বেশি। 

কে এই রূপলেখা মিত্র

শিবপ্রসাদ-নন্দিতা জুটির বহুচর্চিত ছবি ইচ্ছে-তে অভিনয় করেছেন রূপলেখা। রাকেশ সিং-এর প্রযোজনাতেই তৈরি ছবি ‘কলি’তে নায়িকার চরিত্রে কাজ করেছিলেন রূপলেখা। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। যেখানে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও অভিনয় করেছিলন। ছিলেন তুলিকা বসু, রাজেশ শর্মা, খরাজ মুখোপাধ্যায়ের মতো টলিউডের নামী অভিনেতারা। টলিউডের পাশাপাশি ওড়িয়া ছবিতেও কাজ করেছেন রূপলেখা। 

খবর, ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’-এর বোর্ড অফ ডিরেক্টরসদের যে বৈঠক হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন রূপলেখা মিত্র। নথিতে সই রয়েছে তাঁর। বাজার থেকে যে ২০ কোটি টাকা তোলা হয়েছিল, তা কোথায় গেল? জানতে চায় ইডি। এই টাকা থেকে কারা লাভবান হয়েছে? সংস্থার সঙ্গে নুসরত জাহানেরই বা কী লেনদেন হয়েছে সেই নিয়েও প্রশ্নের মুখে পড়তে হবে রূপলেখাকে। 

প্রাক্তন ব্যাঙ্ককর্মীদের অভিযোগ

সোমবার ইডি অফিসে হাজির হয়ে নুসরত তথা ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান একাধিক অবসর প্রাপ্ত ব্যাঙ্ককর্মী। সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগকারীদের দাবি, সমবায়ের মাধ্যমে ফ্ল্যাট পাওয়ার জন্য টাকা জমা দিলেও আজ পর্যন্ত ফ্ল্যাট পাননি তাঁরা। গড়িয়াহাট থানা এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে জমা পড়েছে অভিযোগ, তদন্তে কলকাতা পুলিশ ও ইডির গোয়েন্দারা। 

নুসরতের সহযোগিতার আশ্বাস

নুসরতকে ইডি সমন পাঠিয়েছে এই খবর জানাজানি হওয়ার পর থেকেই ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বসিরহাটের সাংসদ। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, 'এরকম যদি কোনও বিষয় থাকে আমি নিশ্চিতভাবে সহযোগিতা করব। যদি এমন কিছু সত্যিই ঘটে থাকে তাহলে আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো তদন্তে সহযোগিতা করব।' 

প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে দায় ঝাড়েন নুসরত 

দুর্নীতির অভিযোগ ওঠার পরপরই প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন নুসরত জাহান। যেখানে তৃণমূল সাংসদ দাবি করেছিলেন, যে সংস্থা ঘিরে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেই সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি নিজের ফ্ল্যাট কেনেন। আর তার ঋণ সুদসহ ফিরিয়েও দেন। নুসরত টাকার অঙ্কের হিসেব দিয়ে জানান, ‘১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা’ তিনি ঋণ নিয়েছিলেন। ২০১৭ সালের ৬ মে সুদসহ ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দিয়েছেন। সঙ্গে দাবি করেন, ২০১৭-র ১ মার্চ তিনি ওই সংস্থা থেকে ইস্তফাও দিয়ে দিয়েছেন। যদিও নুসরতের এই দাবি অস্বীকার করেছেন রাকেশ সিং। যার জেরে আরও বিপাকে নুসরত। 

 

বন্ধ করুন