পুজোর বাকি আর সপ্তাহ দুয়েক। নিজেদের পুজো প্ল্যানের পাশাপাশি, তারকাদের পুজো প্ল্যানও জেনে নেওয়ার পালা এখন। বর্তমানে বাংলা ছোট পর্দার যে জুটি আলোচনায় আছে, তাঁরা হলেন অহনা দত্ত আর দীপঙ্কর দে। অহনা বর্তমানে বাংলার ১ নম্বর ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-র ভিলেন মিশকা হিসেবে খুব খ্যাতি পেয়েছেন। সঙ্গে তাঁর আর দীপঙ্কর দে-এর সম্পর্কও রয়েছে চর্চায়। ‘অনুরাগের ছোঁয়া’-র রূপটান শিল্পী দীপঙ্করের সঙ্গে বর্তমানে লিভ ইনে রয়েছেন দীপঙ্কর। তা পুজোতে কী প্ল্যান তাঁদের?
মাসখানেক আগেও, অহনা আর দীপঙ্করের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। অহনার মা দাবি তোলেন, দীপঙ্করের প্রেমে পড়ে নিজের মা-কে ছেড়েছেন তিনি। শুধু তাই নয় তিনি এটাও দাবি করেছিলেন যে, মেয়ে কারও সম্পর্ক ভাঙুক এটা তিনি চান না। আসলে, দীপঙ্করের বিয়ে হয়েছিল কিছু বছর আগে। অহনা জানিয়েছেন, তাঁরা একে-অপরের প্রেমে পড়ার আগেই দীপঙ্করের ডিভোর্স হয়ে যায়, তাই কারও বিয়ে ভাঙার প্রশ্নই ওঠে না!
সে যাই হোক, পুজোতে কী করবেন দুজনে মিলে? অহনা জানালেন, ‘আমার বয়ফ্রেন্ড যে সে ঠাকুর দেখা একেবারে পছন্দ করে না। ওই যেটা হয়, আজকাল মানুষের খুব একটা ভিড় পছন্দ নয়। কিন্তু আমার চক্করে পড়ে শ্রীভূমির ঠাকুর দেখেছে ৩ ঘণ্টা লাইন দিয়ে, ঘামতে ঘামতে। কিছু বলেনি যদিও, চুপচাপ ছিল। আর এবারে প্রেম করছি বলে ছেড়ে দেব, তা হবে না। ও নিজেও ইচ্ছুক আমার সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা নিয়ে।’
আনন্দবাজারকে অহনা জানিয়েছেন, ‘মা মেনে নেয়নি এখনও। সেটা নিয়ে একটা খারাপলাগা তো আছেি। তবে সেসব মনে না রেখেই উপভোগ করব। কারণ এটা সম্পর্কে আসার পর আমাদের প্রথম পুজো একসঙ্গে। দীপঙ্কর শাড়ি, সালোয়ার মিলিয়ে মোট বারোটা নতুন পোশাক কিনে দিয়েছে। আমি ওকে পঞ্জাবি-শার্ট দিয়েছি। পুজোয় রং মিলিয়ে পোশাক পরার ইচ্ছে রয়েছে। একসঙ্গে ঠাকুর দেখতে যাব।’
সম্প্রতি অহনা তাঁর এই ভালোবাসা এঁকে নিয়েছেন নিজের শরীরেও। দীপঙ্করের নাম নিজের বুকে লিখিয়েছেন অহনা। আবার অহনার নাম নিজের বুকে লিখে নিয়েছেন দীপঙ্কর। অর্থাৎ করিয়ে ফেলেছেন কাপল ট্যাটু। দুজনের ভালোবাসা মাখা রিলস তো প্রায়ই ভাইরাল হয় সোশ্যালে। মায়ের অনুমতি না থাকলেও, প্রেমিকের উপর পুরো ভরসা আছে অহনার। সঙ্গে বিশ্বাস, একদিন মা মেনে নেবেন তাঁদের সম্পর্ক।