বহুদিন ধরেই ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে ‘বচ্চন’ পরিবারের অশান্তির গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছিল, 'বহুরানি' ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে একদমই নাকি বনিবনা হচ্ছে না জয়া বচ্চন ও তাঁর কন্যা শ্বেতা বচ্চনের। গত বছর বচ্চনদের দীপাবলির পার্টিও উপস্থিত ছিলেন না ঐশ্বর্য রাই বচ্চন। সেই তখন থেকেই এই 'অশান্তি'র গুঞ্জন ছড়ায়। আর এবার বচ্চনদের গ্র্যান্ড হোলি সেলিব্রেশনেও দেখা যায়নি 'রাই' সুন্দরীকে। শুধু ‘অ্যাশ’ নন, উৎসবের দিন দেখা মেলেনি ঐশ্বর্য-কন্যা আরাধ্যারও।
তবে বচ্চন পরিবারের দোল উদযাপনেও দেখা না গেলেও স্বামী অভিষেকের সঙ্গে আলাদা করে হলি খেলেন ঐশ্বর্য রাই বচ্চন। মুম্বইয়ে আয়োজিত একটা হলি পার্টিতে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য-অভিষেক। তাঁদের সঙ্গে দেখা গেল আরাধ্যাকেও। ঐশ্বর্য-অভিষেককে আবির মাখা মুখে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়। নাচে-গানে জমজমাট ছিল সেই হোলি পার্টি। তারই নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
দোলের আগের দিন রাতে হোলিকা দহন রীতি পালনের পর সকালে হলি খেলে বচ্চন পরিবার। সেখানে জয়া, শ্বেতা, নভ্যা, অমিতাভ, অভিষেক সকলকেই দেখা যায়। নভ্যা নভেলি নন্দা বচ্চন পরিবারের হোলির নানান ছবি পোস্ট করলে সেগুলিতে নেটিজেনদের নানান কমেন্টের বন্যা বয়ে যায়। সেখানে কেন ঐশ্বর্য-আরাধ্যাকে দেখা যায়নি তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে থাকেন। অনেকেই প্রশ্ন করেন, ‘ঐশ্বর্য রাই বচ্চন কোথায় গেলেন?’ কারোর প্রশ্ন ছিল, ‘আপনারা ঐশ্বর্যর ছবি কেন পোস্ট করেন না, উনি কি পরিবারের সদস্য নন?’

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা নানান ছবি থেকে বেশ বোঝা যায়, অভিষেক প্রথমে বাড়ির সকলের সঙ্গে দোল উদযাপন করেন, পরে স্ত্রী-মেয়ের সঙ্গে পার্টিতে যোগ দেন। তবে সূত্র বলছে, বচ্চন বাড়ির দোল উদযাপনে না দেখা গেলেও রবিবার রাতে হলিকা দহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্য। একটা ছবি যেখানে নভ্যাকে মামু অভিষেকের কপালে টিকা লাগাতে দেখা যাচ্ছে, সেখানে ব্যকগ্রাউন্ডে একঝলক ঐশ্বর্যকে দেখা যায়। আর তাতেই স্পষ্ট ঐশ্বর্য বচ্চন বাড়ির অনুষ্ঠানেও ছিলেন। যদিও আবার এই ছবিটি এবছরের কিনা সেটাও স্পষ্ট নয়।