সমুদ্রের গভীরে মাছের মতো ভেসে বেড়াচ্ছেন অক্ষয় ও টুইঙ্কল। সঙ্গে রয়েছে তাঁদের ছেলে আরভ। ছেলের সামনেই জলের মধ্যে আক্কিকে চুমু খেয়ে বসলেন টুইঙ্কল। অক্ষয় পত্নী নিজেই পারিবারিক স্কুবা ডাইভিংয়ের এই ভিডিয়ো পোস্ট করেছেন। আজ রাজেশ খান্না কন্যার ৫০তম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে নিজের পরিবারের অদেখা মুহূর্ত প্রকাশ্যে এনেছেন টুইঙ্কল।
টুইঙ্কলের পোস্ট করা এই ভিডিয়োতে জলের গভীরে সামুদ্রিক কচ্ছপ, রঙিন মাছ এবং প্রবাল সহ আরও অনেককিছুর সাক্ষী হয়েছে নেটপাড়া। খানিকটা যেভাবে স্কুবা ডাইভিংয়ে গিয়ে অক্ষয়-টুইঙ্কলও এই সবকিছুর সাক্ষী হয়েছিলেন। আর সেটাই অক্ষয়পত্নী সকলের সঙ্গে জন্মদিনে ভাগ করে নিয়েছেন। ভিডিয়োতে টুইঙ্কেলকে অক্সিজেন মাস্কের পাশ থেকেই অক্ষয়কে চুমু খেতে দেখা গিয়েছে। আবার কখনও স্বামীর হাত হাত রেখেই সমুদ্রের গভীরে নানান কিছুর সাক্ষী হয়েছেন তিনি।
ভিডিয়োটি পোস্ট করে টুইঙ্কল লিখেছেন, ‘আমার ৫০তম জন্মদিনে, যখন আমি আমার চারপাশের বিশ্ব এবং আমার পরিবারের দিকে তাকাই তখনও আমার চোখ এবং হৃদয় বিস্ময়ে ভরে যায়।’ টুইঙ্কল আরও লিখেছেন, ‘লোকেরা মহান দার্শনিকদের উদ্ধৃত করতে পারে, কিন্তু আমি ফাইন্ডিং নিমো থেকে ডোরিকে অনুসরণ করি। জীবনে যাই হোক না কেন, সে বলে শুধু সাঁতার কাটতে থাকুন।’ সবশেষে লিখেছেন,'জীবনের দুঃসাহসিক কাজগুলি কখনই যেন বন্ধ না হয়।' টুইঙ্কলের এই পোস্টের নিচে তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকা।
আরও পড়ুন-বাবার হাতেই প্রথমবার মদের গ্লাসে চুমুক দিই, একসঙ্গে ৪টে বয়ফ্রেন্ড রাখতে বলতেন: টুইঙ্কল
এদিন স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আক্কিও এদিন একটা মজার ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে শুরুতেই একটা পাহাড়ি উপত্যাকার মধ্যে সাদা অফশোল্ডার গাউনে টুইঙ্কলকে দেখা যাচ্ছে। উপরে আক্কি লিখেছেন, ‘যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম।’ আর এর ঠিক পরেই স্ক্রিন ব্ল্যাকআউট হয়ে যায়, লেখা ফুটে ওঠে 'যার সঙ্গে আমার বিয়ে হল'। আর এরপরেই দেখা যায়, হাল্কের একটা প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছেন টুইঙ্কল। তিনি সেই প্রতিমূর্তিটি দেখিয়ে বলেন, ‘এটা হল পুতুল, আর আমি হলাম আসল হাল্ক।’
ভিডিয়োর ক্যাপশানে অবশ্য আক্কি লিখেছেন, ‘আমার হাল্ক দীর্ঘজীবী হোক! তুমি সুন্দর হাসি-মজার মাধ্যমে আমার জীবনে এতগুলো বছর জুড়ে রয়েছো, সেজন্য তোমায় ধন্যবাদ। ঈশ্বর তোমার জীবনে আরো অনেক বছর নিয়ে আসুন। শুভ জন্মদিন, টিনা’ সঙ্গে অক্ষয় জুড়েছেন ভালোবাসার ইমোজি।