পরনে লাল-নীল এবং সোনালি প্রিন্টেড ডিজাইনার শাড়ি, সঙ্গে অফ শোল্ডার ব্লাউজ, আর শাড়ির আঁচলের সঙ্গে মিলিয়ে গায়ে চাপিয়ে নিয়েছিলেন একটা কেপ। সৌদি আরবের রিয়াদে আয়োজিত এক অ্যাওয়ার্ডে এভাবেই দেখা গেল আলিয়া ভাটকে। শাড়ির সঙ্গে মিলিয়ে চুলটা কিছুটা আটকে বাকিটা খোলাই রেখেছিলেন, সঙ্গে কানে পরেছিলেন লম্বা দুল। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে আলিয়ার সেই ভিডিয়ো। এদিন আলিয়াকে অনারারি এন্টারটেইনমেন্ট মেকারস অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে হাসিমুখে পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দেন আলিয়া ভাট। তারপর পুরষ্কার নিতে মঞ্চে উঠে ট্রফি হাতে আলিয়া বলেন, 'সিনেমার জন্য, আমাদের সবাইকে এক ছাদের তলায় আনতে যে দেশ এত কিছু করছে, সেই দেশে আসতে পারাটা সৌভাগ্যের। প্রাচ্য-পাশ্চাত্যের অসংখ্য প্রতিভা এক ছাদের তলায় একত্রিত হয়ে একে অপরকে উদযাপন করে এমন ঘটনা সচরাচর ঘটে না। সুতরাং এটা ঘটানোর জন্য আপনাদের ধন্যবাদ।
আরও পড়ুন-দেব বনাম মিঠুনের লড়াই! কাবুলিওয়ালাকে গোল দিয়ে ৪.৪৫ কোটি আয় প্রধানের, অন্যটির কত?
আরও পড়ুন-রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিনই কৃষ্ণভজন গাইবেন, নচিকেতা বলছেন, ‘আমি কৃষ্ণ ভক্ত’
সিনেমার প্রতি আলিয়া
আলিয়া বলেন, 'এটা সত্যিই অসাধারণ একটা রাত। আমি সিনেমার প্রতি আসক্ত, এইটুকুই শুধু জানি। মনে হয় জন্মের সময় 'লাইটস, ক্যামেরা, অ্যাকশন'-এই আমার জন্ম হয়েছিল। আমার কাছে সিনেমা মানে এটাই। আর যদি আনন্দের কথা বলি, তবে আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয়গুলির মধ্যে একটি হ'ল প্রেম। আজ রাতে যখন আমি বাড়ি ফিরে যাব, আমি আমার সঙ্গে সিনেমার প্রতি ভালোবাসা এবং রিয়াদে এসে যে ভালোবাসা অনুভব করেছি তা সঙ্গে নিয়ে যাব। তাই আপনাদের অনেক ধন্যবাদ, এখানে সিনেমার যাদু রয়েছে।
আলিয়ার ছবি, ভিডিও সোশ্যাল
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কয়েকজন অনুরাগী আলিয়ার ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এক অনুরাগী লেখেন, ‘ওই পোশাকে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। শাড়িতে ওকে খুব মানায়।’ আরও একজন লেখেন, ‘উনি যেভাবে বিভিন্নভাবে শাড়ি পরেন, তা আমার বেশ পছন্দ। আলিয়াকে অসাধরাণ সুন্দর দেখাচ্ছে।’ কারোর মন্তব্য, ‘আলিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছেন! প্রশংসা পাচ্ছেন। আপনি এগিয়ে যান!’ কারোর মন্তব্য করেছেন, ‘তুমি আমাদের গর্বিত করেছ, সুন্দরী নারী।’
আলিয়াকে শেষ দেখা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। করণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়া ছাড়াও ছিলেন রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায়। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। আলিয়াকে শীঘ্রই দেখা যাবে পরিচালক ভাসান বালার পরবর্তী ‘জিগরা’ ছবিতে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন করণ জোহর ও আলিয়া নিজেই। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জিগরা’।