আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। হাতে তো মাত্র আর কয়েকটা দিন। আপাতত দেশের বিভিন্ন শহরে জোর কদমে চলছে ছবির প্রচার। শনিবারই ছবির প্রচারে উত্তরপ্রদেশের বরেলিতে গিয়েছিলেন রণবীর সিং-আলিয়া ভাট। আর এবার তাঁদের গন্তব্য কলকাতা।
হ্যাঁ, সোমবার সকালেই কলকাতায় পৌঁছেছেন রণবীর-আলিয়া। উদ্দেশ্য 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির গান 'ধিন্ডোরা বাজে রে'-এর মিউজিক লঞ্চ। ছবির তিনটি গান ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। 'ধিন্ডোরা বাজে রে'- নিয়ে ছবির মোট চারটি গান মুক্তি পাচ্ছে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি পঞ্জাবি আর বাঙালি পরিবারের গল্প। আলিয়া এখানে বাঙালি। আর 'ধিন্ডোরা বাজে রে'-গানটি দুর্গা পুজোর আবহে তৈরি। অগত্যা তাই এই গানটি মুক্তি জন্য কলকাতার থেকে সঠিক জায়গা আর কীই বা হতে পারে। সোমবার খুব ভোরে কলকাতার উদ্দেশ্যে রওনা হন রণবীর-আলিয়া।
আরও পড়ুন-কলকাতার হলুদ ট্যাক্সির মাঝে প্রেমে মজে রণবীর-আলিয়া
ইতিমধ্যেই তাঁরা কলকাতায় পৌঁছেও গিয়েছেন। কলকাতা বিমানবন্দরে নামতেই লেন্স বন্দি হন রণবীর-আলিয়া।
কলকাতায় 'ধিন্ডোরা বাজে রে'-গানটি মুক্তির অনুষ্ঠানে রণবীর-আলিয়ার সঙ্গে যোগ দেন চূর্নী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী। তাঁরা দুজনেই এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন। ছবিতে আলিয়ার বাবা-মায়ের ভূমিকায় দেখা যাবে টোটা ও চূর্নীকে।
'ধিন্ডোরা বাজে রে' গানে আলিয়াকে লাল শাড়ি ও রণবীরকে লাল পাঞ্জাবি পরে দুর্গা পুজো মণ্ডপে ভয়হীন চিত্তে জমিয়ে নাচতে দেখা গিয়েছে। গানের পুরো ব্যাকগ্রাউন্ড, দুর্গাপুজো মণ্ডপ, সেট সবই লাল রঙকে বেশ করে ডিজাইন করা হয়েছে। গানটিতে আলিয়া-রণবীর ছাড়াও জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্নী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী সহ অন্যান্যদের দেখা গিয়েছে। পুরো গানের আবহেই স্পষ্ট রণবীর-আলিয়া দুজনেই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে চলেছেন। গানের শেষে জয়া বচ্চনকে রেগে গিয়ে মণ্ডপ ছড়ে বের হয়ে যেতে দেখা যায়। বেশ বোঝা যায় রণবীর-আলিয়ার এই সম্পর্ক ঘিরে আগুন জ্বলতে চলেছে।