কফি উইথ করণ সিজন ৮ ননদ করিনা কাপুর খানের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন আলিয়া ভাট। এখানেই জনপ্রিয় পরিচালক তথা এই শোয়ের সঞ্চালক করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে আলিয়া ভাট তাঁর এবং রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন। জানালেন মানুষের অনেক ভুল ধারণা রয়েছে তাঁদের সম্পর্ক নিয়ে।
রণবীরকে নিয়ে কফি উইথ করণে এসে কী বললেন আলিয়া?
র্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর আলিয়াকে জিজ্ঞেস করেন যে মানুষের তাঁকে নিয়ে সব থেকে বড় ভুল ধারণা কী। উত্তরে আলিয়া বলেন, 'এই ইন্টারনেটের যুগ। কোনওদিন আমি চর্বি কমানোর জন্য সার্জারি করি, কোনওদিন আবার ফর্সা হওয়ার ট্রিটমেন্ট করাই, কখনও আবার আমার বিয়েতে সমস্যা দেখা দেয়। মানুষের ভুল ধারণা আর ভুল ধারণা, এটার যেন আর শেষ নেই। তাই এসব নিয়ে আর ভাবি না।'
আরও পড়ুন: পাঁচদিনেই ৩০০ কোটি! বিশ্বজুড়ে চলছে ‘টাইগার ৩’-এর দাপট, ভারতে মোট কত আয় করল সলমনের ছবি?
আরও পড়ুন: গান ছেড়ে নাচে মন শ্রেয়ার! ইন্ডিয়ান আইডলে ভিকির সঙ্গে কোন গানে কোমর দোলালেন গায়িকা?
সম্প্রতি আলিয়া একটি ভিডিয়োতে বলেছিলেন রণবীর নাকি তাঁকে লিপস্টিক পরতে দিতে চান না। তিনি লিপস্টিক পরলেই খালি মুছে ফেলতে বলেন। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অনেকেই রণবীরকে টক্সিক বলে দেগে দেন। সেই প্রসঙ্গ তুলে আলিয়া বলেন 'লোকজন আজকাল কিছু না জেনে না বুঝে আউট অব কনটেক্সট কিছু একটা তুলে কথা বলতে শুরু করে দেন।'
রণবীর আলিয়ার নতুন প্রজেক্ট
রণবীর কাপুরকে আগামীতে অ্যানিমাল ছবিতে দেখা যাবে। আগামী ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে এই ছবি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিতে রণবীরের সঙ্গে রশ্মিকা মন্দানা, ববি দেওল, অনিল কাপুরকে দেখা যাবে। অন্যদিকে আলিয়া এখন জিগার ছবিটি নিয়ে ব্যস্ত।